সেঞ্চুরি করেও বিজয়ের কন্ঠে আফসোসের সুর
Published: 20th, January 2025 GMT
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি করেও রাজশাহীকে জেতাতে না পেরে হতাশা লুকাতে পারেননি এনামুল হক বিজয়। খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হারার পর চোখের জল সামলে সংবাদ সম্মেলনে নিজের মনের কথা বলেছেন রাজশাহীর অধিনায়ক।
খুলনার দেওয়া ২১০ রানের লক্ষ্যে শেষ বলে রাজশাহীর প্রয়োজন ছিল ৯ রান। বিজয় সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৫৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কার মারে ১০০ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। এ নিয়ে বিজয়ের কণ্ঠে ঝরল হতাশার সুর। পুরস্কার বিতরণী মঞ্চে আবেগাপ্লুত বিজয় সংবাদ সম্মেলনে বলেন, ‘ম্যাচটা জিততে পারলে অন্য রকম তৃপ্তি লাগত। এমন ম্যাচ জেতানো ব্যাটারের কাছে স্বপ্নের মতো ব্যাপার।’
বিজয় আরও তুলে ধরেন বিদেশি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগের অভাবের কথা। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটাররা বাইরের লিগে খেলার সুযোগ পায় না। আফগানিস্তানের জাতীয় দলে না খেলা ক্রিকেটাররাও আইপিএল, বিগ ব্যাশ খেলছে। তারা বড় ক্রিকেটারে পরিণত হচ্ছে। আমাদের মধ্যেও সেই মানের ক্রিকেটার রয়েছে। এমন ম্যাচে তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ দরকার।’
৩২৪ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও রাজশাহী দল পয়েন্ট তালিকার সেরা চারের বাইরে। দলের ব্যর্থতার প্রসঙ্গে বিজয় বলেন, ‘প্রতিভার চেয়ে ধারাবাহিক পারফর্মার খুবই জরুরি। ছোট ইনিংস বড় করে ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই তারা বড় ক্রিকেটার হয়ে উঠবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত
রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা মারা গেছেন কি-না পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শী প্রাইভেটকারচালক আহসান হাবিব সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই তরুণ। একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা তরুণ ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি চুরমার যায়। আহত চালক ফ্লাইওভারে পড়েছিলেন। তার অবস্থাও ছিল আশঙ্কাজনক। সংঘর্ষের পর গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে।
নাইম মাহমুদ নামে আরেক প্রত্যক্ষদর্শী ফেসবুকে প্রায় একইরকম বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, একজন ঘটনাস্থলেই মারা যান। জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে বারবার কল দেওয়া হয়। তবে তারা সাড়া দিতে অনেক দেরি করে। পরে কিছু লোক পল্লবী থানায় যায়। তবে ততক্ষণে থানা পুলিশ রওনা হয়ে গিয়েছিল।
হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর।