ধীর গতির উইকেট। বল একটু থেমে থেমে আসছিল। চাইলেই বড় শট খেলা যাচ্ছিল না।

টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা ক্যাপিটালস বড় কিছুর প্রত্যাশাতেও হয়তো ছিলেন না। সিলেটের বোলিংও শুরুর দিকে ও মাঝপথে ছিল নিয়ন্ত্রিত। কিন্তু ইনিংসের শেষ দিকে লিটন ও পেরেরা যা করলেন তাতে পাল্টে গেল সব হিসেব নিকেশ।

১৪.৩ ওভারে সাব্বির রহমান আউটের সময় ঢাকার রান ৪ উইকেটে ১০৪। সেখান থেকে শেষ ৩৩ বলে ৯২ রান যোগ করে ঢাকা। ২০ ওভার শেষে ঢাকার স্কোর ৬ উইকেটে ১৯৬। লিটন ও পারেরা পঞ্চম উইকেট জুটিতে মাত্র ২৮ বলে ৮১ রান জমা করেন। তাতেই পাল্টে যায় স্কোরবোর্ডের চিত্র।

আরো পড়ুন:

নাহিদের পরে পিএসএলে দল পেলেন লিটন

হঠাৎ দুবাইয়ে লিটন দাস

সিলেটের জার্সিতে প্রথমবার সুযোগ পাওয়া সুমন খান শুরুতে তানজিদের শাসনের শিকার হন। প্রথম ওভারে এক ছক্কার পর তৃতীয় ওভারে একটি করে চার ও ছক্কার তিক্ত স্বাদ পেতে হয় ডানহাতি পেসারকে। ভালো শুরু পাওয়া তানজিদ অবশ্য ইনিংসটি লম্বা করতে পারেননি। ১৬ বলে ২২ রান তুলে বাঁহাতি স্পিনার টিপু সুলতানের বলে সীমানায় ক্যাচ দেন। তরুণ স্পিনার পেয়ে যান নিজের প্রথম বিপিএল উইকেট।

পাওয়ার প্লে’ ভালোই কাটছিল সিলেটের। কিন্তু পঞ্চম ওভারে অ্যারোন ফিঞ্চকে বোলিংয়ে এনে সব ওলটপালট করেন আরিফুল। ডানহাতি স্পিনার ১৯ রান বিলিয়ে আসেন। লিটন দুটি চার ও একটি ছক্কা হাঁকান। কোর্টজের ব্যাট থেকে আসে এক চার। তাতে পাওয়ার প্লে’তে ১ উইকেটে ঢাকার রান ৫৩। সিলেটের একাদশে ফেরা সামিউল্লাহ সেনাওয়ারি এরপর দুই উইকেট নিয়ে দলকে দারুণভাবে ম্যাচে ফেরান। কোর্টজেকে জাকের আলীর হাতে তালুবন্দি করানোর পর মোসাদ্দেককে ৪ রানে থামিয়ে দেন।

তখনও বোঝা যাচ্ছিল না ঢাকার রান দুইশর কাছাকাছি যাবে। দুইটি জুটি পাল্টে দেয় ঢাকার ব্যাটিং চিত্র। ৩৮ বলে ৪২ রানের জুটি গড়েন সাব্বির ও লিটন। এই জুটি গড়ার পথে লিটন তুলে নেন ফিফটি। সাব্বির ২ ছক্কায় দ্রুত ২৪ রান তুলে বিদায় নিলেও লিটন ইনিংস লম্বা করেন। তাকে নেমে দারুণ সঙ্গ দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। দুজন মাত্র ২৮ বলে ৮১ রান যোগ করেন স্কোরবোর্ডে। যেখানে ১৫ বলে পেরেরা করেন ৩১ রান। লিটন ১৩ বলে যোগ করেন ৩০ রান।

তাদের ওই ঝড়ে সিলেটের বোলাররা বেহিসেবী রান দেন। লিটন ও পেরেরা কেউই শেষ পর্যন্ত টিকতে পারেননি। ৪৮ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭০ রান করেন লিটন। ৩টি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩৭ রান আসে পেরেরার ব্যাট থেকে। তার ক্যাচ নিতে গিয়ে শেষ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন সিলেটের অধিনায়ক আরিফুল। সীমানায় দারুণ ক্ষীপ্রতায় দৌড়ে বল তালুবন্দি করেন আরিফুল। শরীরের ভারসাম্য রাখতে গিয়ে সেখানে চোট পান। 
সিলেটের হয়ে ২টি করে উইকেট নেন টিপু সুলমান ও সামিউল্লাহ শেনওয়ারি। 
 

চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল টন দ স ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

সোনার দাম সকালে বাড়ল বিকেলে কমল

বৈশ্বিক বাজারে দাম কিছুটা কমায় দেশের বাজারেও সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা কমেছে। তারপরও ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা লাগবে।

সোনার নতুন এই দর আজ বুধবার বিকেল ৪ টাকা ১৫ মিনিটে সারা দেশে কার্যকর হয়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তার কয়েক মিনিট পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান।

আজ দিনের শুরুতে সোনার দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বৃদ্ধি পায়। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয় প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকা। দেশের সোনার বাজারে ইতিহাসে এটিই সর্বোচ্চ দাম। বিকেলে আবার দর কমানো হয়।

আজ বিকেলে কার্যকর হওয়া দাম অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

বিকেলে দাম কমার আগপর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২০ হাজার ৫১২ টাকায় বিক্রি হয়েছে। তার মানে, প্রতি ভরি সোনার দামে ২২ ক্যারেটে ৫ হাজার ৩৪২ টাকা, ২১ ক্যারেটে ৫ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ৩ হাজার ৭৩২ টাকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পর সোনার দাম হু হু করে বাড়ছিল। ৯ এপ্রিল তিন মাসের জন্য পাল্টা শুল্ক আরোপ স্থগিত করলে সোনার দাম একটু কমে আবার বাড়তে শুরু করে। কারণ, পাল্টা শুল্ক স্থগিত হলেও ন্যূনতম ১০ শতাংশ শুল্ক সব দেশের ওপর কার্যকর করা হয়। বিশ্ববাজারে গতকাল মঙ্গলবার সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলার স্পর্শ করেছিল, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর পাল্টা শুল্ক কমানোর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার হুমকি থেকে সরে আসায় আজ সোনার দাম কমতে শুরু করে। রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, স্পট মার্কেটে আজ সোনার দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩২৮ ডলার হয়েছে।

মূলত বিশ্ববাজারে সোনার দামে পতন শুরু হওয়ায় দেশেও দাম সংশোধন করেছে জুয়েলার্স সমিতি। যদিও তারা বরাবরের মতো বলেছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম হ্রাস পেয়েছে।

সম্পর্কিত নিবন্ধ