শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি
Published: 20th, January 2025 GMT
শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেডনেকারসহ অনেকে। শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ে রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং চলছিল; সেখানে সেটের সিলিং ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। তবে কেউই গুরুতর আহত হননি।
মুদাসসার আজিজ নির্মাণ করছেন ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। অর্জুন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। এ ঘটনায় রাকুল আহত হননি। তবে রাকুলের স্বামী প্রযোজক জ্যাকি ভগনানি, পরিচালক আজিজসহ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়ীজের (এফডব্লিউআইসিই) প্রেসিডেন্ট বিএন তিওয়ারি হিন্দুস্তান টাইমসকে বলেন, “এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে অনেক কিছুই ঘটতে পারত। সৌভাগ্যক্রমে কেউই বেশি আহত হননি।”
আরো পড়ুন:
বিতর্ক মাথায় নিয়েই বিগ বসের বিজয়ী করন
আহত সাইফ আলী খানকে দেখতে মুম্বাইয়ে শাকিব?
দুর্ঘটনাস্থলে আপাতত শুটিং বন্ধ রয়েছে এ তথ্য জানিয়ে বিএন তিওয়ারি বলেন, “যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে শুটিং বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে, স্টুডিওর সিলিং ভেঙে পড়েছিল। তবে সেখানে যেকোনো কিছু ঘটতে পারত। নিরাপত্তার কথা চিন্তা করে শুটিং বন্ধ রাখা হয়েছে।”
হতাশা ব্যক্ত করে বিএন তিওয়ারি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। ফিল্ম সিটিকেও চিঠি দিয়েছি। আমাদের অবকাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, যেকোনো সময়ে ভেঙে পড়বে, অগ্নি নির্বাপণের কোনো গেট নেই— এসব তথ্য তাদের জানানো হয়েছে। আসলে, পুরো চলচ্চিত্র শিল্প ঈশ্বরের সাহায্যে চলছে। কিন্তু ঈশ্বর কতক্ষণ দেখবেন।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুরে কামাল সরদার নামের এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কামাল জেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের কেরামত সরদারের ছেলে। তিনি একই ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারীদের ধরতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে কামাল সরদারকে (৪০) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে পুলিশ বাদী মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এলাকায় নানা অপকর্ম করে আসছিলেন কামাল। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন কয়েকজন ভুক্তভোগী। কয়েকবার তাকে সতর্ক করা হলেও কোনো প্রতিকার পাননি বলে জানান স্থানীয়রা।
স্থানীয় হায়দার হোসেন বলেন, ‘কামাল আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়ে কাজ করেন। পাশাপাশি মারামারি, মোটরসাইকেল চুরিসহ নানা অপকর্মে তিনি জড়িত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, কামাল সরদারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এক ডজন মামলা রয়েছে। তবে পুলিশ বাদী একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।