রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু
Published: 20th, January 2025 GMT
রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি যেতে দেখা গেছে। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে-এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছেন তারা।
রাজশাহীর বিবি হিন্দু একাডেমির শিক্ষকদের সোমবার সকালে রাজশাহী নগরের সাগরপাড়া, টিকাপাড়া এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদপড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা গেছে ।
তথ্য সংগ্রহকারী ও সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, “সকাল ৮টা থেকেই ভোটার হালনাগাদের কাজ শুরু করে দিয়েছি। আগামী ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আশা করা যায় আমরা কাজ শেষ করব।”
সংশ্লিষ্টরা জানান, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা। আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।