ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে এসলাম (২৬) নামে এক আফ্রিকান নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ওই আফ্রিকান নাগরিককে আটক করা হয়।

ফেনী বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর থেকে আফ্রিকান সুদানি নাগরিক এসলামকে আটক করে। 

আফ্রিকান নাগরিক এসলামের স্বামীর নাম মোহাম্মদ হামদ, বাবার নাম আবদেল রহিম। তার সুদানের কার্তম বেরিতে। আটক ব্যক্তিকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন, একশ ইউএস ডলার, একটি ভারতীয় ২০ রুপি, একটি ভারতীয় ১০ রুপির নোট এবং ব্যবহৃত দুটি কাপড় ও ব্যাগসহ ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই এলাকা থেকে ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে বিজিবি আটক করে। স্থানীয় মানবপাচার চক্র এই কাজে নিয়োজিত আছে বলে জানা গেছে।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে.

কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)

আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল

দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ