বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অন্তত দুইটি জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় পরাজয়ে নিজেদের পথ কঠিন করে ফেলেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।  

সেন্ট কিটসে সোমবার অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের দারুণ ব্যাটিংয়ে ১০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।  

১৬৩ রানের দুর্দান্ত ওপেনিং জুটি গড়েন ম্যাথুস ও জোসেফ। কিয়ানা ৬ চার ও ৪ ছক্কায় ৭৯ বলে খেলেন ৭০ রানের ইনিংস। অন্যদিকে, অধিনায়ক ম্যাথুস ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন ১৬ চারসহ ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান।  

টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফারজানা হক দ্রুত ফিরে গেলেও (১০ রান), মুরশিদা খাতুন (৫৩ বলে ৪০) ও শারমিন আক্তার (৭০ বলে ৪২) দলের জন্য ভালো ভিত্তি গড়ে দেন। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুসের অফ স্পিনে ফিরতে হয় দুজনকেই। মিডল অর্ডারে শবনম মোস্তারি (৩৫) ও স্বর্ণা আক্তার (২৯) কিছুটা লড়াই করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ফলে বাংলাদেশ দল দুইশ রান পূর্ণ করতে পারেনি।  

২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়া নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল মূলপর্বে সরাসরি জায়গা পাবে। বাংলাদেশের পয়েন্ট এখন ১৯, আর পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২১। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার। এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ সময় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। দুই বছর ধরে চরম দুর্ভোগে আছেন এই ওয়ার্ডের ১৫ হাজার বাসিন্দা। পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে পৌরসভা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা। 

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শত শত নারী- পুরুষ পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা এক ঘণ্টা ধরে ভবন ঘেরাও করে রাখেন। পরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। 

৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাওয়া, গোসল, রান্নার কাজে বিপাকে পড়তে হচ্ছে। পাম্প নষ্ট হওয়া ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাত দিয়ে নিজেদের গাফিলতি আড়াল করছে কর্তৃপক্ষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম। 

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শিগগিরই এ সমস্যা সমাধান করা হবে। 

ঢাকা/অলোক/রফিক

সম্পর্কিত নিবন্ধ