ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর
Published: 20th, January 2025 GMT
ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওয়ার্কশপের ভ্যাট আগের জায়গায়, অর্থাৎ ১০ শতাংশ করা হচ্ছে। আজ সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।
এর আগে গত ১৬ জানুয়ারি হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল এনবিআর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অস্কারজয়ী ‘আনোরা’ কোথায় দেখবেন, কী আছে এই সিনেমায়
এবারের অস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটিতেই পুরস্কার জিতেছে ‘আনোরা’। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্যের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এত পুরস্কার জেতা সিনেমাটি আসলে কী আছে? এএফপি, বিবিসি অবলম্বনে সেটাই বরং জানার চেষ্টা করা যাক।
‘আনোরা’র উত্থান
২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়। উৎসব শুরুর আগে সিনেমাটি নিয়ে তেমন কথা শোনা যায়নি। মাত্র ৬০ লাখ ডলারের স্বাধীন ঘরানার সিনেমাটি যে কানে স্বর্ণ পাম জিতবে, তখন কে ভেবেছিল! কিন্তু কানের সমাপনী দিনে হেভিওয়েট নির্মাতাদের সিনেমা পেছনে ফেলে সেরা ছবি হয় ‘আনোরা’।