ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করছে এনবিআর
Published: 20th, January 2025 GMT
ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওয়ার্কশপের ভ্যাট আগের জায়গায়, অর্থাৎ ১০ শতাংশ করা হচ্ছে। আজ সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মহানগর বিএনপিকে লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কার্যক্রম সফলভাবে সমাপ্ত হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান সুন্দরভাবে আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্নান উৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপনে জেলা প্রশাসন কর্তৃক গঠিত উপদেষ্টা কমিটির উপদেষ্টা শিখণ সরকার শিপন, মহানগর বিএনপি নেতা নাজমুল হক, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, তপন গোপ সাধু, তারক দাস, অভিজিৎ রায়, দিলীপ দাস, অনুপম সরকার প্রমুখ।