সাবেক মন্ত্রী-এমপিসহ ১৬ জনের নামে নতুন মামলা
Published: 20th, January 2025 GMT
শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপিসহ ১৬ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কোতোয়ালি থানার একটি এবং উত্তরা পশ্চিম থানার একটি মামলায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা.
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে, যাত্রাবাড়ী থানার দুটি এবং সুত্রাপুর থানার একটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে, নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার,চৌধুরী জাহাঙ্গীর আলম,সাবেক আইজিপি শহীদুল হক, মো. জুলহাস, সাব্বির আহমেদ স্বপনকে যাত্রাবাড়ী থানার একটি করে মামলায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে ভাষানটেক থানার একটি ও কাফরুল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী এমপির বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আবার কেউ কেউ আত্মগোপনে রয়েছেন।
ঢাকা/মামুন/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর থ ন র একট জ র কর মন ত র
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার বিন্নগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও পানি দিতে ছাদে উঠেন তিনি। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
ঢাকা/রুমন/রাজীব