চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক মাঠে ব্যস্ত কৃষক
Published: 20th, January 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। গতকাল রোববার সকাল থেকেই বিজিবির পাহারায় মাঠে কাজ করছেন কৃষকরা। সেই সঙ্গে বিশ্বনাথপুর বাজারের শেষ মাথায় চেকপোস্ট বসিয়ে বহিরাগত ও উৎসুক জনতার সীমান্তমুখী ঢল বন্ধ করেছে বিজিবি।
এর আগে শনিবার বাংলাদেশের সীমান্ত এলাকা বিনোদপুর ইউনিয়ন এবং ভারতের শুখদেবপুর এলাকার গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। কৃষকরা জানান, পরিবেশ শান্ত হলেও শনিবারের ঘটনার কারণে উৎকণ্ঠা রয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, চৌকা সীমান্ত এলাকার মাঠে কাজ করছেন কৃষকরা। কেউ আলু তুলছেন, কেউবা তুলছেন মাষকলাই। আবার কেউ দিচ্ছেন সেচ। সবাই ব্যস্ত জমি আবাদ ও ফসল তোলার কাজে। শূন্য রেখায় টহলের পাশাপাশি ফসলের মাঠে বিভিন্ন ক্ষেতের মধ্যে বিজিবির পাহারা লক্ষ্য করা গেছে।
কালীগঞ্জ গ্রামের কৃষক কামাল উদ্দিন বলেন, ক্ষেত দেখতে গিয়েছিলাম। আমার পাশের ক্ষেত গতকাল নষ্ট হয়েছে। তবে আমার ক্ষেত এখনও সুরক্ষিত আছে। আতঙ্কে আছি। বিজিবির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আর কোনো সমস্যা হবে না। আমরা শান্তিতে মাঠে কাজ করতে চাই। কোনো অশান্তি চাই না।
বিশ্বনাথপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, সীমান্তে পরিবেশ স্বাভাবিক থাকলেও আমরা আতঙ্ক নিয়েই মাঠে কাজ করছি।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, জনগণ ও বিজিবির প্রচেষ্টায় সীমান্ত পরিবেশ এখন পুরোপুরি শান্ত।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে আমাদের দৈনন্দিন টহল কার্যক্রম চলমান রয়েছে। কৃষকরা মাঠে নির্বিঘ্নে কাজ করছেন। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, কৃষক ও স্থানীয়দের ফসলের মাঠ নষ্ট না করার স্বার্থে সীমান্ত এলাকায় না যাওয়ার অনুরোধ জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ ক জ করছ ক ষকর
এছাড়াও পড়ুন:
কিশোর গ্যাংয়ের ছেলেরা দৌড়াচ্ছে, ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না
কিশোর গ্যাংয়ের অল্পবয়সী ছেলেদের সঙ্গে ভারী বুট পরা পুলিশ দৌড়ে পারছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার জন্য বিকল্প ব্যবস্থা করছেন বলেও জানান তিনি।
সোমবার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশি-বিদেশি গণমাধ্যমে খুন-ধর্ষণের পরিসংখ্যান এসেছে- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, “আমি অস্বীকার করছি না। আগে কী ছিল, এখন কী হচ্ছে, সেটা বলছি। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদেরকে নিয়ে এসেছি, তারা কোনোদিন ঢাকা শহর দেখেনি। তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। ধীরে ধীরে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে। নতুন সমস্যা আসছে, আমরা নতুন কৌশল ব্যবহার করছি।”
আরো পড়ুন:
এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইন-শৃঙ্খলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই: জিএম কাদের
তিনি বলেন, “আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না। অল্পবয়সী ছেলেরা দৌড়াচ্ছে, আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না। এজন্য কী ব্যবস্থা করা যায়, সেই বিকল্প ব্যবস্থা আমরা করছি।”
সরকার আরো কঠোর হচ্ছে কি না এ বিষয়ে তিনি বলেন, “কঠোর হওয়ার কিছু নেই, কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন সেটুকুই করছি আমরা।”
অপারেশন ডেভিল হান্ট আরো সুনির্দিষ্ট লক্ষ্যমুখী (ফোকাসড ওয়েতে) করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, “কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় ফোকাস বাড়ানোর দরকার নাই, কোথায় লোকবলের অপচয়, রোজার মাসে জনবল সাশ্রয় করে আমরা সর্বোচ্চ কী কী কাজ করতে পারি, কোন কোন জায়গায় আমাদের যৌথ টহলের দরকার নেই-সেগুলো আমরা আলাপ-আলোচনা করেছি। মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে।”
মোর ফোকাসড ওয়ে মানে কী এ বিষয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কাজ করছিলাম। সেটা প্রতি মাসেই পরীক্ষা করা হয়, যে ফলাফল কী হচ্ছে, কোথাও নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কি না, দরকার আছে কি না এসব। যখন দেখা যায় সমস্যা নেই, তখন আমরা সেখান থেকে সরে আসছি। অন্য যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে কাজ করছি। এখন আমরা ঢাকা শহরের দিকে নজর দিচ্ছি। ছিঁচকে যেগুলো ঘটছে সেগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি।”
অভিযানকে সংকুচিত করছেন কি না-এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন- “না, তা নয়। এটাকে আমরা রেশনালাইজ করছি। কোনো জায়গায় হয়তো এতগুলো লোক পাঠানোর দরকার নেই, সেগুলো দেখছি। কোথায় কয়টা পেট্রোল হচ্ছে সেটা আমরা দেখছি।”
অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানা নেই বলেও জানান নাসিমুল গনি।
তিনি বলেন, “কোর কমিটিতে আমরা এই ধরনের (নাম পরিবর্তন) কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত এ মিটিংটা হয় কাজকর্মের অগ্রগতি দেখার জন্য।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন-জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, “আমি গতকাল ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানে গত ডিসেম্বর মাসে খুন হয়েছে দুটো। জানুয়ারি মাসে খুন হয়েছে একটি, গত ফেব্রুয়ারি মাসে একটি খুনও হয়নি। কিন্তু গত বছরের জুলাই এর আগে এখানে প্রতি মাসে দশটা করে খুন হতো।”
“এজন্য আমরা প্রতি সপ্তাহে পর্যালোচনা করি। যে ফোর্সের দরকার নেই, সেটা রেখে তো আমার লাভ নেই। একটা প্রসেস আছে। কোনো কিছুই তো আর সারাজীবন থাকে না। রোজা ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী অ্যাকশনে যাচ্ছে তারা,” বলেন তিনি।
এখনও মব চলছে, লালমাটিয়াতে দুইজন মেয়েকে হেনস্তা করা হয়েছে।এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, “মব অর্গানাইজডভাবে হয় না। কেউ একটা হুজুগ তুলে দেয়। মেয়েগুলো ওখানে অর্গানাইজড ওয়েতে বসেনি বলে আমার ধারণা। লোকগুলো যে সংগঠিত হয়ে সেখানে এসেছে তাও না। এগুলো তো আগে থেকে অনুমান করা সম্ভব না। আমাদের আরো একটু সময় লাগবে জাতিগতভাবে আরো একটু ওপরে যেতে। তখন এগুলো নিয়ে আর এত ঝামেলা হবে না।”
মবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, “যেসব জায়গায় এ ঘটনাগুলো হচ্ছে, সেখানে যদি তথ্য-প্রমাণ থাকে, যেসব জায়গায় এগুলো নিয়ে সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাড্রেস করেন।”
“আমরা ছুটির দিনগুলোতেও বসে থাকি না। আমরা প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখব না। এটুকু বলতে পারি, যাতে আগে যে অবস্থা ছিল তার থেকে আরো ভালো অবস্থায় যেতে পারি।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ