রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা কাটবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, দুই দেশ বিষয়টি সুরাহার জন্য ইতিবাচক আলোচনার পথেই রয়েছে। 

রুশ রাষ্ট্রদূত রোববার প্রথমে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ও পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর এই প্রথম তিনি বাংলাদেশের শীর্ষ দুই কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণ পরিশোধের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বিষয়টি নিয়ে তারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। এটা যে সমাধান হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক পথেই এগোচ্ছি। সংবেদনশীল ইস্যুটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হবে। তাই আগাম কোনো অনুমান করতে পারি না। এটুকু বলতে পারি, লেনদেনের বিষয়টির সুরাহা হয়ে যাবে।’ 

এদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশের লোকজনকে রাশিয়ার কোন কোন খাতে নিতে আগ্রহী জানতে চাইলে তিনি কৃষি, জাহাজ নির্মাণ ও সেবা খাতের কথা উল্লেখ করেন। চুক্তি বা এমওইউ করার আগে রি-এডমিশন (কর্মী ফেরত আসার) চুক্তি সই করতে হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋণ পরর ষ ট র

এছাড়াও পড়ুন:

কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?

‘স্কাই ফোর্স’ সিনেমা মুক্তির মাধ্যমে চলতি বছর শুরু করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি এটি। গত ১৮ এপ্রিল বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘কেসারি চ্যাপ্টার টু’। এটি পরিচালনা করেছেন করন সিং ত্যাগী।

চলতি বছর বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার টু’। অর্থাৎ প্রথম দিনে আয় করে মাত্র ৭.৭৫ কোটি রুপি।

গত কয়েক বছর ধরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা। তবে কী ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমাও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা পাবে? চলুন তার আগে জেনে নিই ১১ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি—

আরো পড়ুন:

অতীত জেনে মাধুরীকে বিয়ে করিনি: শ্রীরাম নেনে

১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা ভারতে আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ৯.৭৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ১২ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ৬.৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৫ কোটি রুপি (নিট), ষষ্ঠ দিনে আয় করে ৩.৬ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ৩.৭ কোটি রুপি (নিট)।

অষ্টম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা ভারতে আয় করে ৪.০৫ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করে ৭.১৫ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করে ৮.১ কোটি রুপি (নিট), এগারো দিনে আয় করে ২.৭৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ২৭.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮.৫ কোটি রুপি (গ্রস) (বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৫ লাখ টাকার বেশি)।

১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের ইতিহাসে কালো অধ্যায়। এদিন নিরপরাধ ভারতীয়দের নৃশংসভাবে হত্যা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। মর্মান্তিক এই ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা।

এ সিনেমায় শঙ্করণ নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাছাড়াও অভিনয় করেছেন আর মাধবান, অনন্যা পাণ্ডে, রেজিনা প্রমুখ। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ