রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন। রোববার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার রাত ৮টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, পোশাক ব্যবসায়ী বাবুল কাজী বনানীর ২৩ নম্বর সড়কের ১০৯ নম্বর বাড়ির চারতলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার ভোরে বাসার বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন তিনি। সে সময় বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। এতে বাবুল পড়ে যান এবং দগ্ধ হন। এ অবস্থায় কোনো রকমে বাথরুমের দরজা খোলেন তিনি। বিকট শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বাথরুমের সামনে গিয়ে দেখেন, তাঁর প্রায় পুরো শরীর দগ্ধ হয়েছে।
বাবুল কাজীর বড় বোন নজরুলসংগীত শিল্পী খিলখিল কাজী জানান, তিনিও বনানীতে বসবাস করেন। ভাই দগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি ছুটে যান বাসায়। এর পর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘শীতের কারণে সবাই দরজা-জানালা বন্ধ করেই রাখে। বাথরুমের ভেতরেও আবদ্ধ ছিল। ফলে সেখানে গ্যাস লাইটার জ্বালানোর পরই বিস্ফোরণ হয়।’
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ রাতে হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ সোমবার বাদ জোহর বনানী সোসাইটি মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হতে পারে তাঁকে।
আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বাবুল কাজী ছোট। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব র র অবস থ সদস য
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’