Samakal:
2025-04-03@07:16:52 GMT

বাঁচানো গেল না বাবুল কাজীকে

Published: 20th, January 2025 GMT

বাঁচানো গেল না বাবুল কাজীকে

রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন। রোববার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার রাত ৮টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, পোশাক ব্যবসায়ী বাবুল কাজী বনানীর ২৩ নম্বর সড়কের ১০৯ নম্বর বাড়ির চারতলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার ভোরে বাসার বাথরুমে ঢুকে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন তিনি। সে সময় বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। এতে বাবুল পড়ে যান এবং দগ্ধ হন। এ অবস্থায় কোনো রকমে বাথরুমের দরজা খোলেন তিনি। বিকট শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বাথরুমের সামনে গিয়ে দেখেন, তাঁর প্রায় পুরো শরীর দগ্ধ হয়েছে।

বাবুল কাজীর বড় বোন নজরুলসংগীত শিল্পী খিলখিল কাজী জানান, তিনিও বনানীতে বসবাস করেন। ভাই দগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি ছুটে যান বাসায়। এর পর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

তিনি বলেন, ‘শীতের কারণে সবাই দরজা-জানালা বন্ধ করেই রাখে। বাথরুমের ভেতরেও আবদ্ধ ছিল। ফলে সেখানে গ্যাস লাইটার জ্বালানোর পরই বিস্ফোরণ হয়।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.

শাওন বিন রহমান বলেন, বাবুলের শ্বাসনালিসহ শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। মাথা, মুখমণ্ডল, বুক, পেট, পিঠ ও হাত পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাতে অবস্থার আরও অবনতি হলে ৮টায় লাইফ সাপোর্টে রাখা হয়। তাঁর চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। রোববার বিকেলে তাঁর ইজিসি ফ্ল্যাট আসছিল, পালস বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল সাড়ে ৫টায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ রাতে হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ সোমবার বাদ জোহর বনানী সোসাইটি মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হতে পারে তাঁকে।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বাবুল কাজী ছোট। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র র অবস থ সদস য

এছাড়াও পড়ুন:

সদরঘাটে আজও ঘরে ফেরা মানুষের ভিড় 

কাটেনি এখনও ঈদের আমেজ। ঈদের তৃতীয় দিনেও অনেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকেই ঢাকার সদরঘাটে ঘরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। 

সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে, প্রতিটি লঞ্চ ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী নিচ্ছে। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। 
 
দোয়েল পাখী-১০ এর যাত্রী আমানুর রহমান বলেন, “আমি ভোলা যাব। ঢাকায় আমার মুদি দোকান রয়েছে। পরিবার আগেই পাঠিয়ে দিয়েছি। আজ বাড়ি যাচ্ছি। আশা করি, আগামী সপ্তাহে ঢাকা ফিরব।”

দোয়েল পাখী -১০  ম্যানেজার মো. সাত্তার  বলেন, “আজকে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী বেশি আছে। আমাদের ৮০টি কেবিনের মধ্যে ৭০টি কেবিন বুকিং হয়েছে। আমরা অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছিনা।” 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিটিসি)  জানায়, পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদে ঘরমুখো যাত্রীর প্রায় ৩৫ শতাংশ নৌপথে যেতেন। এখন সেটি প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে। তখন ঢাকা থেকে ৪২টি নৌপথে ২২৫টির মতো লঞ্চ চলাচল করত। এখন প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫টি লঞ্চ চলে বিভিন্ন পথে।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে পুলিশ, র‌্যাব, আনসার, নৌ-পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবার ঈদের আগে বেশ কয়েকদিন ছুটি থাকায় যাত্রীরা ধীরে ধীরে ঢাকা ছাড়েন। আশা করছি, নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা।

এমভি অভিযান লঞ্চের মালিক হামজা লাল শেখ বলেন, “আজ (বৃহস্পতিবার) যাত্রীর চাপ মোটামুটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।” 

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, “নৌপথে চলাচলকারী যাত্রীদের সেবা ও নিরাপত্তার জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা–কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন। নির্ধারিত সময়ে পন্টুন থেকে লঞ্চ ছাড়ছে। এ ব্যাপারে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।” 

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ