এলসি খোলায় সহযোগিতা চায় শিল্প প্রতিষ্ঠান
Published: 19th, January 2025 GMT
চলতি মূলধনের ঘাটতি, ডলারের সংকট ও উচ্চমূল্য এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যে আগে থেকেই রয়েছে দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান। ঋণপত্র (এলসি) খোলার সমস্যাও কাটেনি। কিছু ব্যাংকের মাধ্যমে এলসি খুলতে না পারায় কাঁচামালও আমদানি করতে পারছে না। এভাবে চলতে থাকলে আসন্ন রোজায় নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে বলে সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান।
কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় সম্প্রতি সার্বিক তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় দেশবন্ধু গ্রুপ। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা দিয়ে চিঠিও দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে সমস্যা হচ্ছে– এমনটি জানিয়ে আরও কয়েকটি বড় শিল্প গ্রুপ তাদের কাছে চিঠি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই অতি প্রয়োজনীয় নিত্যপণ্য ও পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে এলসি খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে বলা হয়েছে।
এ বিষয়ে দেশবন্ধু গ্রুপের পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.
হুমকিতে পড়বে। কয়েক হাজার মানুষ তাদের কর্মসংস্থান হারাবে।
তিনি আরও বলেন, সামনে রমজান মাসে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে এখনই তাদের র-সুগার আমদানি প্রয়োজন। এ ব্যাংকের সহযোগিতা জরুরি। তাই এ সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শুক্রবার রাজধানীর কয়েকটি এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। বৃহস্পতিবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১-এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কাওলার বলাকা ভবন থেকে শাহাজতপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত।
এ ছাড়া নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর, বারিধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।