সূচকে যুক্ত হলাে অধিকাংশ কােম্পানি, উত্থান সামান্য
Published: 19th, January 2025 GMT
তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩২৬টির শেয়ার নিয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গণনা হয়েছে গতকাল রোববার। একসঙ্গে অনেকগুলো শেয়ার সূচকে অন্তর্ভুক্ত হওয়ায় সূচকে বড় উত্থান বা পতনের আশঙ্কা করেছিলেন কেউ কেউ। তবে তেমনটি হয়নি। গতকাল সূচকটি ১১ পয়েন্ট বেড়ে ৫১৫৪ পয়েন্টে উঠেছে। আগের কয়েক দিনের তুলনায় এটা খুবই স্বাভাবিক।
পরামর্শক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপির নিয়মে গত বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ এক বছর ২৫৩ শেয়ার নিয়ে ডিএসইএক্স সূচকটি গণনা হয়েছে। পুনর্মূল্যায়নে পুরোনো তালিকা থেকে ১৪ কোম্পানির শেয়ার বাদ পড়েছে, নতুন করে যুক্ত হয়েছে ৮৭টি। সর্বশেষ ছয় মাসের লেনদেনের ভিত্তিতে এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ফ্রি-ফ্লোট বা সচরাচর লেনদেনযোগ্য শেয়ারের ভিত্তিতে যে বাজার মূলধন হয়, তার ৯৬ দশমিক ৩২ শতাংশ ধারণ করছে নতুন করে সাজানো সূচকটি। সব শেয়ার বিবেচনায় সর্বমোট বাজার মূলধনে এই শেয়ারগুলোর অংশ আরও বেশি; ৯৮ দশমিক শূন্য ৬ শতাংশ।
নতুন সূচক গণনায় ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩৬ কোম্পানির সবগুলো অন্তর্ভুক্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল ২০টি। তবে আর্থিক প্রতিষ্ঠান খাতের ৮টি এবং বস্ত্র খাতের ১০ শেয়ার সূচক গণনায় নেই।
সর্বশেষ বাজারদর অনুযায়ী, তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির সব শেয়ার বিবেচনায় বাজার মূলধন ছিল ৩ লাখ ৪৩ হাজার ৫২৩ কোটি টাকা। তবে ফ্রি-ফ্লোট বিবেচনায় বাজার মূলধন ছিল ১ লাখ ৬০ হাজার ৮০৪ কোটি টাকা। এর মধ্যে সূচকভুক্ত ৩২৬ কোম্পানির অংশ ছিল যথাক্রমে ৩ লাখ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা এবং ১ লাখ ৫৪ হাজার ৮৭৯ কোটি টাকা।
অধিকাংশ শেয়ার অন্তর্ভুক্ত হওয়ার পরও গতকাল সূচকে বড় উত্থান-পতন না হওয়ার কারণ, যেসব কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ছাড়া বাকিগুলোর দরের ওঠানামা বহুদিন ধরে খুবই সীমিত হয়ে আছে।
গতকালের সূচকের ওঠানামা পর্যালোচনায় দেখা গেছে, কহিনূর কেমিক্যালের শেয়ারপ্রতি ৪২ টাকা ৮০ পয়সা দরবৃদ্ধি সূচকে যোগ করেছে ৩ পয়েন্ট। ইউনাইটেড পাওয়ারের ৭ টাকা ৬০ পয়সা দরবৃদ্ধি পৌনে ২ পয়েন্ট যোগ করে। বিপরীতে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি ৬ টাকা ৩০ পয়সা দরপতনে সূচকটি হারায় প্রায় সাড়ে ৪ পয়েন্ট।
বাজার সংক্ষেপ
গতকাল ১৭১ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৬০টির দর কমেছে, অপরিবর্তিত ছিল ৬৩টির দর। লেনদেন হয়েছে ৩৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের থেকে ৪ কোটি টাকা বেশি।
উৎস: Samakal
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে মামলার রায় শুনে আদালত চত্বরে বিক্ষোভের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
পঞ্চগড়ে হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে বাদীপক্ষের লোকজনের বিক্ষোভ, আদালতের বিষয়ে সম্মানহানি ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার বেলা পৌনে ১১টার দিকে পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আদম সুফি তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।
এ ঘটনায় গত মঙ্গলবার সকালে আইনজীবী সমিতির জরুরি সভা আহ্বান করা হয়েছিল। মো. আদম সুফির সভাপতিত্বে ওই সভায় জেলা জজ আদালতের আইনজীবী আইবুল আলম আঙ্গুরকে প্রধান করে চারজন আইনজীবীর সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খলিলুর রহমান, পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মো. আদম সুফি বলেন, গত ২০ মার্চ পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার রায় প্রকাশের পর উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি আদালতের বিষয়ে সম্মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি দুঃখ প্রকাশসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বস্তুনিষ্ঠ নয়। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আদালত ও আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছেন।
গত রোববার দুপুরে পঞ্চগড় জেলা জজ আদালত চত্বরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় পক্ষে-বিপক্ষে করা দুটি মামলার আসামিদের বেকসুর খালাসের রায় শুনে আদালত চত্বরে বিক্ষোভ করেন হত্যা মামলার বাদীপক্ষের লোকজন। বিক্ষোভে হত্যা মামলার বাদীপক্ষের লোকজন ন্যায়বিচার পাননি দাবি করে আদালতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আদালতে আসা উৎসুক লোকজন সেখানে ভিড় করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে মো. আদম সুফি আরও বলেন, রায় ঘোষণার পর আদালতের উদ্দেশে বিক্ষোভকারী যে ধরনের স্লোগান দিয়েছেন, তা আদালতকে অসম্মান করার শামিল। এ ছাড়া বিভিন্ন সাংবাদিকদের কাছে যেভাবে টাকাপয়সা লেনদেনের কথা বলছিলেন, তা মিথ্যা ও ভিত্তিহীন। পঞ্চগড়ে বিচারকেরা সুশৃঙ্খল পরিবেশে তাঁদের বিচারকার্য পরিচালনা করবেন এবং জেলার মানুষ ন্যায়বিচার পাবেন এমনটাই তাঁদের কামনা। কিন্তু কেউ যদি এই সম্মান আর আস্থার জায়গাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তা খুবই দুঃখজনক। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকর্মীদেরও সহায়তা চান।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩০ মার্চ জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গিগছ এলাকায় কসির উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সামসুল হকের পরিবারের লোকজনের জমি নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে কসির উদ্দিনের ছেলে মো. এরশাদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিনই রাতে এরশাদের বাবা কসির উদ্দিন বাদী হয়ে তেঁতুলিয়া থানায় ওই ঘটনায় সামসুল হক পক্ষের ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
ঘটনার প্রায় আড়াই মাস পর ২০১১ সালের ১৪ জুন অপর পক্ষ সামসুল হকের স্ত্রী রনজিনা বেগম পঞ্চগড় আদালতে কসির উদ্দিন পক্ষের ১৯ জনকে আসামি করে একই ঘটনায় একটি পাল্টা মামলা করেন। দুটি মামলার কার্যক্রম একই আদালতে চলছিল। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে কোনো পক্ষই অভিযোগ প্রমাণ করতে না পারায় গত রোববার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম রেজাউল বারী দুটি মামলার সব আসামিকেই বেকসুর খালাসের রায় দেন।