Samakal:
2025-03-03@20:18:43 GMT

নতুন চ্যাটবট জেমিনি ২.০

Published: 19th, January 2025 GMT

নতুন চ্যাটবট জেমিনি ২.০

উদ্ভাবনী শক্তিতে গুগল অপ্রতিরোধ্য। তাবৎ বিশ্বকে নির্ঘুম করে ছেড়েছে চ্যাটবট। নতুন করে সার্চগুরু গুগল জানাল, তারা জেমিনির দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির। কী নতুনত্ব, তা নিয়ে লিখেছেন সাব্বিন হাসান

উদ্ভাবনী গুগল জেমিনির নতুন সংস্করণে ২.০ প্রজেক্ট অ্যাসট্রো, গবেষণা, জেমিনি ২.০ ফ্ল্যাশ ছাড়াও বেশ কিছু সুবিধা যুক্ত হয়েছে। ধীরে ধীরে মানবিক হস্তক্ষেপ ছাড়াই সব ধরনের কাজে পারদর্শিতা দেখাবে জেমিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দুনিয়ায় এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে গুগল উদ্ভাবিত চ্যাটবট জেমিনি। বলতে গেলে, জেমিনির দ্বিতীয় জেনারেশনের সুবিধা সামনে আনল গুগল। উন্মোচন করল জেমিনি ২.

০ সংস্করণ।
তাবৎ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল উদ্ভাবিত এআই চ্যাটবট জেমিনির দ্বিতীয় সংস্করণ উন্নয়ন প্রসঙ্গে জানিয়েছে, নতুন সংস্করণ এতটাই শক্তিশালী হবে যে মানুষের সহায়তা ছাড়া বহু কাজ নির্বিঘ্নে করে ফেলতে পারবে, ঠিক যেমনটা চাওয়া হবে। অর্থাৎ নব্য উদ্ভাবনে এমন কিছু ফিচার সামনে আসছে, যা কল্পনার জগৎকেও রীতিমতো হার মানাবে। দ্বিতীয় সংস্করণে নিজেদের প্রতিযোগী ওপেনএআই ও মেটা এআই প্রযুক্তির থেকে অনেকটা এগিয়ে গেছে, তা প্রায় নিশ্চিত করে বলা যায়। 

যা কিছু নতুন
ইউনিভার্সেল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে জেমিনির দ্বিতীয় সংস্করণ, যা নিজস্ব চিন্তাশক্তির ওপর নির্ভর করে কাজ করবে। গ্রাহকের চাহিদা ও পছন্দকে জেমিনি নিখুঁতভাবে বুঝতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এমনকি গ্রাহকের নির্দেশনা বুঝে ঠিকঠাক তাঁর মতো করে ভেবেচিন্তে কাজ করবে।
lনতুন ফিচার, যা মাল্টিমোডাল একাধিক কাজ করতে সক্ষম। অর্থাৎ প্রম্পট অনুসারে টেক্সট, ইমেজ, ভিডিও একসঙ্গে কম্পাইল করে এবং একটি বিশেষায়িত রিপোর্ট দিতে পারবে।
lনতুন সংস্করণের সবচেয়ে বড় সুবিধা হবে এজেন্ট সুবিধা, যা বাস্তবে জেমিনি ২.০ সংস্করণের চলতি নানা ধরনের সফটওয়্যারের সমন্বিত রূপ। একসঙ্গে বহুমাত্রিক কাজ করার সক্ষমতা দেখাবে এজেন্ট।

সংস্করণে নতুন
আগেই গুগল জানিয়েছিল, জেমিনি নিয়ে তারা ধারাবাহিক মানোন্নয়নে কাজ করে যাবে। যার বাস্তবায়ন হবে ধাপে ধাপে। মূলত তিনটি সুনির্দিষ্ট ধাপে কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল– আলট্রা, প্রো আর ন্যানো। তিন মোডে আলাদা দক্ষতা পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এআই প্রযুক্তির বহু ধরনের কাজে আলট্রা মোডে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহৃত হয়। প্রো মোডে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল কাজ করে। অনদিকে, ন্যানো মোড কাজ করে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেলে। কম্পিউটার ও স্মার্টফোনে সংস্করণে কমান্ড প্রম্পটে ন্যানো মোডে পরিচালিত হয়।
গুগল ক্লাউড এআই প্রযুক্তি উন্নয়ন বিভাগের সহসভাপতি জানান, নতুন ধরনের এআই মডেলকে সাধারণত আগে থেকেই প্রশিক্ষিত করা হয়। ঠিক তারপরই সে তার দক্ষতা উপস্থাপন করতে পারে। টুলকে প্রশিক্ষিত করতে গুগল তাদের বিশেষ টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ব্যবহার করবে। সঙ্গে থাকবে গ্রাফিকস প্রসেসিং ইউনিটও (জিপিইউ)।
নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, জিপিইউর জন্য এনভিডিয়ার বিখ্যাত এইচ১০০ চিপ নির্ধারণ করেছে গুগল, যা মূলত জেনারেটিভ এআই উদ্দেশ্যেই নির্মিত। কার্যত ডেটা সেন্টার থেকে স্মার্টফোন– সবখানে সহজেই নিজের দাপুটে সক্ষমতা প্রকাশ করবে জেমিনি।

কী কী সুবিধা
যারা গুগল জেমিনির দ্বিতীয় সংস্করণের বিশেষ সাবস্ক্রিপশন নেবেন, তারা জেনারেটিভ এআই সুবিধা পাবেন। সঙ্গে পাবেন গুগল ওয়ানের টু-টেরাবাইট ক্লাউড সেবা। কর্তৃপক্ষের উন্নয়ন বিভাগ সূত্রে জানা গেছে, বহুমাত্রিক নতুন ফিচারে সমৃদ্ধ জেমিনি, যার নাম জেমিনি (২.০) আলট্রা। প্রম্পট রিসার্চ, লজিক্যাল রিজনিং, কোডিং ছাড়াও বহু জটিল কাজ দ্রুত আর খুব সহজে সমাধান দিতে পারে চ্যাটবট জেমিনি।

নির্দেশ বা প্রম্পটের ওপর নির্ভর করে নির্ভুল সদুত্তর দিতে জেমিনির এখন আগের তুলনায় অনেক বেশি পারদর্শী, যা প্রমাণিত। টুলটি গৃহশিক্ষকের ভূমিকাতেও সুদক্ষ। সারাবিশ্বের ১০৬টির বেশি দেশে ইংরেজি ভাষায় গুগল জেমিনি অ্যাডভান্স কাজ করবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, গ্রাহকের চাহিদা বিবেচনায় আরও ভাষার সংযোজন করতে প্ল্যাটফর্মটি নিয়মিত কাজ করে চলেছে। শুরু থেকেই চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতার আভাস দিয়ে কাজ করছে জেমিনি এআই। এ দাবি করে গুগল বলেছে, মানুষের থেকেও বুদ্ধিমান হবে জেমিনি। যার উন্নয়ন হবে ধাপে ধাপে, কিন্তু তা হবে পরীক্ষামূলক ও বাস্তবে প্রমাণযোগ্য।

উৎস: Samakal

কীওয়ার্ড: চ য টবট জ ম ন র দ ব ত য় স স করণ ক জ করব ক জ কর ন নয়ন ধরন র

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ