ফ্যান্টম ভি ফোল্ড-টু ফাইভজি ও পকেট গো এআর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস নির্মাণের জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার দেওয়া হয়
বিশ্বসেরা ১০টি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় স্বীকৃতি পেয়েছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। সর্বশেষ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। টানা তৃতীয়বার এমন বিশেষ সম্মাননা পেল ব্র্যান্ডটি।
ফ্যান্টম ভি ফোল্ড-টু ফাইভজি ও পকেট গো এআর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে ব্র্যান্ডটি।
গ্রাহক অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজ্যুমার ইলেকট্রনিকস সবকটি ব্র্যান্ডের উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতিবছর সিইএস পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ এ পুরস্কারকে সারাবিশ্বে কনজ্যুমার ইলেকট্রনিকস শিল্পের অস্কার বলা হয়, যা শুধু ব্র্যান্ড ও পণ্যকেই স্বীকৃতি দেয় না; বরং প্রযুক্তিশিল্পে নতুন মান নির্ধারণ করে।
ইন্টেলিজেন্টস পণ্যের ইকোসিস্টেম তৈরি ব্র্যান্ডটির নেপথ্য সাফল্যের কারণ। উদ্ভাবনা বিশ্বের প্রধান সব বাজার এআই ও উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুততর করতে সহায়তা করে। স্লিক ডিজাইন ও এআই ক্ষমতার মডেলটি বিশেষ উদ্ভাবনের উদাহরণ। আলট্রা-থিন ডিজাইন, ৭.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।
শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।