কাজ না করেই বিল তুলে নিলেন ঠিকাদার
Published: 19th, January 2025 GMT
পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এলজিইডির তত্ত্বাবধানে পিরোজপুর উন্নয়ন প্রকল্পের অধীনে ২০২৩ সালের দরপত্রের মাধ্যমে বাজার উন্নয়নের কাজ পায় মাটিভাঙ্গার মাহমুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠান কাজটি পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশুকে দেয়। কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকা। ২০২৪ সালের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা ছিল। কাজের আওতায় রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা, টিউবওয়েল, টোলঘর ও বাজারের ঘাটলা নির্মাণ।
সরেজমিন দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু একটি নলকূপ বসিয়েছে। এ ছাড়া সড়কে অল্প কিছু পাথর এনে ফেলে রাখা হয়েছে। নামমাত্র কাজ করলেও এরই মধ্যে ৮৩ লাখ ৮৩ হাজার টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও জেলা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের সহযোগিতায় ঠিকাদার বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি টিউবওয়েল বসানো হয়েছে। তার ফ্লোর পাকা করা হয়নি। ফলে জায়গাটি সবসময় স্যাঁতসেঁতে থাকে। ময়লা পানি পান করা যায় না। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন।
একই অভিযোগ করেন দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশীষ চন্দ্র হালদার। তিনি জানান, রাস্তার ইট তুলে ফেলে রাখা হয়েছে। বালু উড়ে দোকানের ভেতরে প্রবেশ করে মালপত্র নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষকে বলা হলেও কাজ হয়নি। অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ করা দরকার বলে জানান এ ব্যবসায়ী।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রণজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ কাজের বিল পরিশোধ করেছেন।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বলেন, কাজটি পিরোজপুরের ঠিকাদার জাহিদুল ইসলাম অংশুর কাছে বিক্রি করেছেন। তাঁকে কাজ শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ঠিকাদার জাহিদুল
ইসলাম অংশুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়। সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।