নরসিংদীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
Published: 19th, January 2025 GMT
নরসিংদীতে রায়পুরা উপজেলার অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় অটোরিকশায় ট্রেন ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে আমিরগঞ্জ হাসনাবাদ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের কৃষকদল নেতা আব্দুল মান্নান (৫০) ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু মিয়া (৫০)। ঘটনার সময় তারা অটোরিকশায় বসা ছিলেন। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা যায়। অটোরিকশায় আর যাত্রী ছিল না।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা/হৃদয়/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক শুরু
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আলোচনায় বসেছেন।
ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা তাঁদের বৈঠক শুরু করেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে।
গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন।
অবশ্য আজকের দ্বিপক্ষীয় আলোচনার আগে গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তাঁরা পাশাপাশি বসেছেন। বিনিময় করেন কুশল। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন।
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।