শপথের একদিন আগে বিজয় র্যালি করতে যাচ্ছেন ট্রাম্প
Published: 19th, January 2025 GMT
দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার একদিন আগে রবিবার ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় র্যালি করতে যাচ্ছেন।
স্থানীয় সময় বেলা ৩টার দিকে ‘আমেরিকাকে আবার মহান করুন বিজয় সমাবেশ’ নামের অনুষ্ঠানটি শুরু হবে। ক্যাপিটাল ওয়ান এরিনায় ২০২১ সালের জানুয়ারিতে মিছিল করার জন্য তার সমর্থকদের আহ্বান জানানোর পর ওয়াশিংটনে ট্রাম্পের প্রথম বক্তৃতা হতে যাচ্ছে এটি। ওই বছর কংগ্রেসকে নির্বাচনের ফলাফল নিশ্চিত করতে বাধা দিতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ভবনটিতে প্রবেশ করেছিল। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প হামলার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দেড় হাজারেরও বেশি সমর্থককে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজয় র্যালিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ট্রাম্পের প্রচারণায় ২৫ কোটি ডলার ব্যয়কারী ইলন মাস্ক বক্তৃতা দেবেন। এছাড়া ট্রাম্পের নিয়োগ দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সিইও ডানা হোয়াইট, রক্ষণশীল কর্মী চার্লি কার্ক এবং রক্ষণশীল ভাষ্যকার মেগিন কেলি বক্তৃতা দেবেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে মির্জা আব্দুল মুঈদ বেগ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতাল ও মরদেহ থানায় নিয়ে যায়।
মির্জা আব্দুল মুঈদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আরো পড়ুন:
প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
চট্টগ্রামে টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা, নিহত ১৬
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভোর ৪টা ৪২ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের দিকের সিটে থাকা মির্জা আব্দুল মুঈদ ঘটনাস্থলেই মারা যান, আহত হন তার স্ত্রীসহ আরো পাঁচজন। এর মধ্যে, চারজন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গন্তব্যে চলে গেছেন।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ‘‘নিহতের লাশ থানায় রয়েছে। পরিবারের সদস্যরা লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদন করেছেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি।’’
ঢাকা/সাব্বির/রাজীব