Samakal:
2025-04-03@03:16:36 GMT

সাবেক এমপি কাদের খান মারা গেছেন

Published: 19th, January 2025 GMT

সাবেক এমপি কাদের খান মারা গেছেন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৮) রোববার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

সুন্দরগঞ্জ আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন কাদের খান। তাঁর ভাগনে কলেজ শিক্ষক হাবিবুর রহমান জানান, গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জ কারাগারে স্ট্রোক করলে কাদের খানকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জানুয়ারি তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। জাতীয় পার্টির সাবেক এই এমপির গ্রামের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামে। এ ছাড়া বগুড়ার মালতিনগরে তাঁর বাড়ি ও ক্লিনিক রয়েছে। রোববার রাতে জানাজা শেষে তাঁকে বগুড়ার বাসায় দাফন করা হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এমপ

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ