বিজিবির অভিযানে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার
Published: 19th, January 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যে হেরোইন উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শালবাহান রোডের ডাহুক কমলা বাগান এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড়গামী এসআর পরিবহণের যাত্রীবাহী বাসে তল্লাশি করে এ সব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা অভিযান চালায়। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। বাসের ভেতর থেকে মালিকবিহীন ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ মাদকের দাম ২০ লাখ ৭৪ হাজার টাকা।
আরো পড়ুন:
ছাত্রাবাসে সিট পেতে লাগবে ডোপ টেস্ট সনদ
বিএনপি নেতার বাড়িতে মিলল মাদক ও টাকা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার
উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/নাঈম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং ইঞ্জি. মো. তৌহীদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব