অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রচেষ্টার প্রতি জোর সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ক‌রে‌ছে।

রবিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো.

জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বার্থ ভাগাভাগি ও অগ্রাধিকার নিয়ে আলোচনার জন্য নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন।

ট্র্যাসি দুদেশের মধ্যে দৃঢ় অংশীদারত্ব এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ নির্ধারণে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি সমর্থনে জোর দেন।

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, শ্রম সংস্কার এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে অবহিত করে পররাষ্ট্র উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার পদক্ষেপের প্রশংসা ও সমর্থন করার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে মার্কিন সরকারের অব্যাহত সমর্থনকে পুনর্ব্যক্ত করেন। তি‌নি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য-নির্মাণের অব্যাহত প্রচেষ্টার জন্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন। তিনি বর্তমান অর্থনৈতিক ও আর্থিক সংস্কারের জন্য বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত ক‌রেন।

ঢাকা/হাসান/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট গণত ন ত র ক সরক র র প র র জন য

এছাড়াও পড়ুন:

অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার। 

এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। 

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ