মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published: 19th, January 2025 GMT
মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে টিভি চ্যানেল নিউজ ২৪। ১৮ জানুয়ারি গুলশান-২ এর মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে হারায় চ্যানেলটি।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় নুরে আলম এবং ফাইয়াজ-এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী। এসময় মিডিয়াকম প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অঞ্জন চৌধুরী বলেন, চ্যাম্পিয়ন, রানারআপসহ অংশগ্রহণকারী সকল টিমকেই আন্তরিক অভিনন্দন। সকলে উপভোগ্য সময় পার করেছে। কর্পোরেট জগত ও মিডিয়া ইন্ডাস্ট্রি সবাই মিলে ঐক্যবদ্ধ কমিউনিটি এবং একে- অপরের পাশে আছি, তা প্রমাণিত হয়েছে। সবার একসাথে হওয়ার উপলক্ষ তৈরি করতে পারায় মিডিয়াকম আনন্দিত।
দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার, শুভানুধ্যায়ী কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম ও রেডিওসহ ৩৩টি প্রতিষ্ঠান থেকে দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ড য় কম
এছাড়াও পড়ুন:
পিসিএল ছেড়ে আইপিএলে বোশ, মিলল পিসিবির নিষেধাজ্ঞা
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বোশকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ক্রিকেটার ২০২৫ পিএসএল মৌসুম শুরুর আগে হঠাৎ আইপিএলে যোগ দেন। ফলে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় পিসিবি।
বোশকে চলতি বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফটে পেশোয়ার জালমি ‘ডায়মন্ড ক্যাটাগরি’তে দলে নিয়েছিল। ৩০ বছর বয়সী ক্রিকেটার আর আগে হয়ে যাওয়া আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে, চলমান আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের লিজার্ড উইলিয়ামস চোট পাওয়ায় বোশকে দলে পেতে চায় আইপিএলের ফ্র্যাঞ্জাইটি। পিএসএল শুরুর কয়েক সপ্তাহ আগে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় বোশের উপর এসেছে নিষেধাজ্ঞা।
পিএসএলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বোশ বলেন, “পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমি আমার কার্যকলাপে যেসব প্রত্যাশা ভেঙে দিয়েছি, তা আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছি। পেশোয়ার জালমির নিবেদিতপ্রাণ ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি
পুরস্কার বিতরণীতে পাকিস্তানের কেউ নেই, ব্যাখ্যা চেয়েছে পিসিবি
ভারতকে উপেক্ষা করে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার সিদ্ধান্ত
বোশ আরো জানান পিসিবির এই সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন এবং এই ভুলের অভিজ্ঞতা থেকে তিনি সামনের দিনগুলোর জন্য শিক্ষা পেয়েছেন। ভবিষ্যতের, “আমি এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। অর্থদণ্ড ও এক বছরের নিষেধাজ্ঞাও মেনে নিচ্ছি। এটি আমার জন্য একটি কঠিন শিক্ষা ছিল। তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে পিএসএলে ফিরে আসার আশা রাখছি।”
ঢাকা/নাভিদ