ঢাকার যানজট নিয়ন্ত্রণে চলতি মাসে সামরিক বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত ২০০ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী জুন পর্যন্ত অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া এই সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের ভাতা বাবদ ব্যয় হবে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ অর্থের সংস্থান চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স। এদিকে এসব সহায়ক ট্রাফিক পুলিশের জন্য প্রতি চার ঘণ্টার ভাতা ১১০ টাকা বাড়িয়ে ৫৬০ টাকা করার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 
 
বাংলাদেশ পুলিশের চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যানজট ব্যবস্থাপনা আরও জোরদার করতে ট্রাফিক বিভাগকে সহায়তায় নিয়োজিত ৬০০ সহায়ক পুলিশের সেবা গ্রহণে ব্যয়ের জন্য ইতোমধ্যে ৬ কোটি ৬১ লাখ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নিয়োজিত সহায়ক পুলিশের ভাতা প্রতিপালায় (চার ঘণ্টা করে) জনপ্রতি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। ভাতা বাড়ায় এ খাতে বাড়তি ১ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ প্রয়োজন হবে। 

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রমে অভিজ্ঞ অতিরিক্ত ২০০ সদস্য জানুয়ারি মাস হতে নিয়োজিত রয়েছেন। এসব সদস্যরাও একই হারে ভাতা পাবেন। সে হিসাবে এ ২০০ সহায়ক পুলিশের জন্য আগামী জুন পর্যন্ত ২ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা প্রয়োজন। সবমিলিয়ে চলতি অর্থবছরে এ খাতে বাড়তি প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা লাগবে।    

এদিকে বেশকিছু শর্তে সম্প্রতি সহায়ক পুলিশের ভাতা বাড়িয়ে সাকুল্যে ৫৬০ টাকার করার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। শর্তগুলো হচ্ছে– সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োজিতকরণ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হবে। শুধু জরুরি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এসব সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যই এ ভাতা পাবেন। সহায়ক পুলিশের জন্য এ ভাতা তাদের কর্মে নিয়োজনের তারিখ হতে কার্যকর হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

সম্মতিপত্রের শর্তে আরও বলা হয়, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যাংক একাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দিতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করবে। ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
 
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীতে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। টানা বেশ কিছুদিন অনেক এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এমন পরিস্থিতিতে যানজট নিরসনের পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়। এর মধ্যে ৬০০ জনকে সহায়ক পুলিশ হিসেবে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া সামরিক বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত ২০০ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য য নজট সদস য

এছাড়াও পড়ুন:

আমলযোগ্য অপরাধের ঘটনায় মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। কোনো ঘটনা আড়াল করা যাবে না। মামলার রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।”

সোমবার (২১ এপ্রিল) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাজ্জাত আলী বলেন, “অপরাধ যাতে না ঘটে তার জন্য প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম বাড়াতে হবে।আপনারা আন্তরিকভাবে কাজ করছেন বলে ছিনতাই অনেকাংশে কমেছে। আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

আরো পড়ুন:

খুলনায় শিশু ধর্ষণ মামলার ২ আসামি কারাগারে

গোপালগঞ্জ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সম্পাদক গ্রেপ্তার

মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিল বাড়াতে জোর দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, “সর্বোচ্চ বিনয়ী থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই দৃষ্টিকটু ও অপেশাদার আচরণ করা যাবে না। পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করায় ডিএমপির সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।”

ডিএমপি কমিশনার বলেন, “ডিবিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার আরো বাড়াতে হবে। ডিএমপির প্রতিটি থানার ওসিকে মামলা তদন্ত করতে হবে। থানা এলাকার প্রতিটি ভবনের সিকিউরিটি গার্ডদের সঙ্গে থানার টহল টিমের সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে। কোনো অপরাধের তথ্য তাদের কাছে থাকলে পুলিশকে সেই তথ্য প্রদান করে সেভাবে কাজ করতে হবে।”

অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, “ডিএমপির পুলিশ সদস্যদেরকে আউট অফ বক্স কাজ করতে হবে। ট্রাফিক বিভাগের সদস্যদের ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।”

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “জনগণের চাওয়া পাওয়াকে সর্বোচ্চ মূল্যায়ন করে পুলিশি দায়িত্ব পালন করতে হবে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল আরো বাড়াতে হবে। চিহ্নিত অপরাধী গ্রেপ্তারে ব্লক রেইড নিয়মিত করতে হবে।”

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মার্চ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

এ সময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। মাসিক অপরাধ সভায় মার্চ মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জরা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বব্যাপী ক্যান্সারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ
  • জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত
  • দুই বাংলাদেশিকে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল
  • ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্ট
  • রেডিওলজির সিরিয়াল পেতে লোকজন আগের দিন রাতে এসে ঘুমায়: বিএমইউ উপাচার্য
  • আমলযোগ্য অপরাধের ঘটনায় মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার
  • ডিজিএফআইয়ের সাবেক ডিজিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
  • শরীয়তপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি