আ. লীগকে সংগঠিত করতে ৩০ লাখ টাকার ফান্ড তৈরির অভিযোগ
Published: 19th, January 2025 GMT
দলীয় নেতাদের সুসংগঠিত করতে ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি পৌর শহরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় হস্থান্তর করেছে ডিবি পুলিশ বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে প্রায় ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা আওয়ামী লীগে সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিব শংকর দেবকে গ্রেপ্তার করা হয়েছে। শিব শংকর দেবকে সরকারি মহিলা কলেজ এলাকার একটি বাসা থেকে এবং আবুল কালাম আজাদকে তার কলেজ গেইটের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
উচ্ছেদ আতঙ্কে তানোরের ৪০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
বিজিবিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
তিনি আরো জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিব শংকর দেব এখনো থানায় পুলিশ হেফাজতে আছেন।
ঢাকা/রূপায়ন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক
জোসে মরিনিও ও বিতর্ক—সমার্থক শব্দই হয়ে গেছে। পর্তুগিজ তারকা কোচ সর্বশেষ বিতর্কে জড়ালেন গতকাল রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে। ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।
ঝামেলা ম্যাচেও কম হয়নি। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।
এমন উত্তপ্তই ছিল ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচটি