ভারত থেকে বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুরে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বিজিবি। 

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে এতথ্য জানান ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ।

এর আগে, আজ সকালে জেলার মাধবপুর উপজেলার সোয়াবই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

পিলখানা হত্যাকাণ্ড: আড়াই শতাধিক আসামির জামিন, মুক্তি মিলবে ২ দিন পর

বিজিবিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা 

আটককৃতরা হলেন-কুমিল্লার মানোয়ারগঞ্জ উপজেলার খিলা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মো.

কামাল হোসেন (৩৫) ও নারায়ণগঞ্জের কাঁচপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. জীবন (২২)।

বিজিবি জানায়, আটককৃতরা মাসখানেক আগে দর্জির কাজের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে যান। আজ সকালে তারা ভারতীয় মানবপাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করেন। ২৫ বিজিবি ব্যাটালিয়নের হরষপুর বিওপির টহল দল তাকে আটক করে। তাদের কাছ থেকে দুটি মোবাইল, বাংলাদেশি নগদ ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, সীমান্তে বিজিবি চোরালচালান, মানবপাচার রোধসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক আছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

ঢাকা/মামুন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিকস, ৬৩ বোতল মদ ও ১৮ বোতল বিয়ার জব্দ করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুর জেলার বোয়ালমার থানার কালিনগরের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তেলাটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছেন।

আরো পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে তিন কলেজ

টিকটকে বিরোধ: যশোর থেকে কালীগঞ্জে গিয়ে ২ কিশোরকে ছুরিকাঘাত 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • হাকিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
  • ঝিনাইদহ সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
  • ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক