দেশে ফিরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল
Published: 19th, January 2025 GMT
দীর্ঘদিন বিদেশ থাকার পর দেশে ফিরেছেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল। রবিবার (১৯ জানুয়ারি) সকালে ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
পরে দুপুরে সিদ্ধিরগঞ্জ সাইলো গেইটস্থ নিজ এলাকায় আসেন ইমাম হোসেন বাদল। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এ,কে,এম,সামছুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, আহসানউল্লাহ মুন্সি, আব্দুল মান্নান মনা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রেহান উদ্দিন মামুন, খাইরুল ইসলাম, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, মোস্তফা আহম্মেদ, আহমাদুল্লাহ, আলী আকরব, জসিম উদ্দিন বুলবুল, রাশেদুল হক, আব্দুল মালেক মালি, জহির প্রধান, কামরুল হাসান সেন্টু ও মাহবুব হোসেনসহ আরো অনেকে।
এসময় ইমাম হোসেন বাদল বলেন আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গত ৫আগষ্ট যে সকল ছাত্র-জনতার আন্দোলনে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।
এই ফ্যাসিস্ট সরকারের কারনে এতোগুলো হামলা,মামলা নিয়ে আমাকে এলাকা থেকে চলে যেতে হয়েছে।
তিনি আরো বলেন আমার সহকর্মী, আমার এলাকাবাসী, আমার ভাই, বন্ধুরা, যেভাবে আমাকে বরণ করে নিয়েছে এটা আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া, এর থেকে বড়ো পাওয়া আমার কাছে কিছু নাই।
আমি সবাইকে সাথে নিয়ে ঐক্যবন্ধ ভাবে বিএনপির রাজনীতি করতে চাই। আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহতালা যেন তাকে সুস্থরাখে ভালো রাখে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
পাবনায় সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি
পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৪০টি গাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে ঘটে এ ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোসহ প্রায় ৪০টি গাড়ি আটকে পড়ে। এসময় ৪০ থেকে ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করে। এসময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ তাণ্ডব।
ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে দেওয়া ভিডিও বক্তব্যে বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার দুটি মোবাইল ফেরত দিয়ে যায়।
তিনি বলেন, একটি মাইক্রোতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।
স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাওয়ার জন্য বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে সংখ্যা বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এনজে