দেশে ফিরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল
Published: 19th, January 2025 GMT
দীর্ঘদিন বিদেশ থাকার পর দেশে ফিরেছেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল। রবিবার (১৯ জানুয়ারি) সকালে ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
পরে দুপুরে সিদ্ধিরগঞ্জ সাইলো গেইটস্থ নিজ এলাকায় আসেন ইমাম হোসেন বাদল। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এ,কে,এম,সামছুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, আহসানউল্লাহ মুন্সি, আব্দুল মান্নান মনা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রেহান উদ্দিন মামুন, খাইরুল ইসলাম, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, মোস্তফা আহম্মেদ, আহমাদুল্লাহ, আলী আকরব, জসিম উদ্দিন বুলবুল, রাশেদুল হক, আব্দুল মালেক মালি, জহির প্রধান, কামরুল হাসান সেন্টু ও মাহবুব হোসেনসহ আরো অনেকে।
এসময় ইমাম হোসেন বাদল বলেন আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গত ৫আগষ্ট যে সকল ছাত্র-জনতার আন্দোলনে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।
এই ফ্যাসিস্ট সরকারের কারনে এতোগুলো হামলা,মামলা নিয়ে আমাকে এলাকা থেকে চলে যেতে হয়েছে।
তিনি আরো বলেন আমার সহকর্মী, আমার এলাকাবাসী, আমার ভাই, বন্ধুরা, যেভাবে আমাকে বরণ করে নিয়েছে এটা আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া, এর থেকে বড়ো পাওয়া আমার কাছে কিছু নাই।
আমি সবাইকে সাথে নিয়ে ঐক্যবন্ধ ভাবে বিএনপির রাজনীতি করতে চাই। আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহতালা যেন তাকে সুস্থরাখে ভালো রাখে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
‘পাহাড়ে কাউকে চাঁদাবাজি-অস্ত্রবাজি করতে দেওয়া হবে না’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেয়া হবে না, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যেন হাতে তুলে না নেয় সেই বিষয়ে সকলের সহযোহিতা চাই।”
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি বিজিবি সদর সেক্টরে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “৫ আগস্টের পরে বিভিন্ন থানা লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার ও গুজব রটিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশের মিডিয়াকে এই অপ্রচারকে প্রতিহত করতে হবে।”
এর আগে রাঙামাটির সাজেক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ান এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীতে চাকরিরত থাকা অবস্থায় পূর্ব পরিচিত স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এরপর বাঘাইহাট থেকে দুপুর ১টার দিকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌঁছান তিনি।
সেখানে বিজিবির ক্যান্টিন সীমান্ত শৈলিতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কার্বারির (পাড়া প্রধান) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপণের গুরুত্ব বিবেচনায় সেখানে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য সংস্থাটির মহাপরিচালককে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল;
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চিফ), পিলখানা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ মহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, পরিচালক (সংগঠন ও ব্যবস্থাপনা) লেফটেন্যান্ট কর্নেল মো. আতিফ সিদ্দিকী;
পিএস টু ডিজি বিজিবি লেফটেন্যান্ট কর্নেল আব্দুলাহ আল মাশরুকী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, এডিসি টু ডিজি বিজিবি ক্যাপ্টেন সাকিব হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) কাজী হাফিজ আমিন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স শামস আরমান।
ঢাকা/শংকর/এস