দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে খুলনা টাইগার্স। সুপার ফোরের লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচে আফিফ হোসেন ও উইলিয়াম বসিস্টো ফিফটি করেছেন। ওপেনিংয়ে নেমে ভালো শুরু পান নাঈম শেখ ও মেহেদী মিরাজ। শেষে মাহিদুল অঙ্গনের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে খুলনা। 

চট্টগ্রাম পর্বে রোববারের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩.

৫ ওভারে ৪২ রানের ওপেনিং জুটি পায় খুলনা। ওপেনার নাঈম শেখ ১৪ বলে ২৭ রান করে আউট হন। দুটি করে চার ও ছক্কা মারেন। ১৩ বলে ২৬ রান করেন ওপেনিংয়ে নামা মেহেদী মিরাজ। তার ব্যাট থেকে তিনটি চারের সঙ্গে আসে দুটি ছক্কার। 

এরপর চারে নামা আফিফ হোসেন ও পাঁচে নামা বসিস্টো ১১৩ রানের জুটি গড়েন। আফিফ খেলেন ৪২ বলে ৫৬ রানের ইনিংস। তিনটি করে চার ও ছক্কা আসে বাঁ-হাতি ব্যাটারের ব্যাট থেকে। বসিস্টো ৩৭ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি চারের সঙ্গে একটি ওভার বাউন্ডারি তোলেন তিনি। 

শেষটায় ১২ বলে ৩০ রানের ইনিংস খেলেন মাহিদুল অঙ্কন। খুলনার স্লোগারের ব্যাট থেকে আসে চারটি ছক্কার শট। রাজশাহীর হয়ে পেসার তাসকিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।   

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ সময় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। দুই বছর ধরে চরম দুর্ভোগে আছেন এই ওয়ার্ডের ১৫ হাজার বাসিন্দা। পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে পৌরসভা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা। 

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শত শত নারী- পুরুষ পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা এক ঘণ্টা ধরে ভবন ঘেরাও করে রাখেন। পরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। 

৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাওয়া, গোসল, রান্নার কাজে বিপাকে পড়তে হচ্ছে। পাম্প নষ্ট হওয়া ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাত দিয়ে নিজেদের গাফিলতি আড়াল করছে কর্তৃপক্ষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম। 

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শিগগিরই এ সমস্যা সমাধান করা হবে। 

ঢাকা/অলোক/রফিক

সম্পর্কিত নিবন্ধ