সা‌বেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন। দুজ‌নের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত‌্যতা পাওয়ায় রবিবার (১৯ জানুয়ারি) এই দম্প‌তির বিরু‌দ্ধে পৃথক দু‌টি মামলা ক‌রে দুদক।

ক‌মিশ‌নের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এই মামলা দুটি করা হয়েছে। বিকা‌লে দুদ‌কের মহাপরিচালক (প্রতিরোধ) মো.

আক্তার হোসেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলায় সা‌বেক ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব ক‌বিরের বিরুদ্ধে ২ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৩৮ লাখ টাকার বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হ‌য়ে‌ছে।

আরো পড়ুন:

বিজিবিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা 

বিএনপি নেতার বাড়িতে মিলল মাদক ও টাকা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার

পৃথক মামলায় কবির বিন আনোয়ারের স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৬টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হ‌য়ে‌ছে।

এই মামলায় কবির বিন আনোয়ার আসামি। স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রাখতে সহায়তা করার অভিযোগ এনে ক‌বির‌কে আসা‌মি করা হ‌য়ে‌ছে।

১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন কবির বিন আনোয়ার। সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০২২ সালের ১৫ ডিসেম্বর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন এবং পরের বছর, অর্থাৎ ২০২৩ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

অবসরের পর একই বছরের ৫ জানুয়ারি তিনি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলীয় নির্বাচন কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পান।

কবির বিন আনোয়ার ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

আব্দুস শহীদের না‌মে মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

৭ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৮টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৯৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অভিযোগে রবিবার তার বিরু‌দ্ধে এই মামলা করা হয়।

এছাড়া মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদের স্ত্রী উম্মে কুলসুমের বিরুদ্ধে ৩৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।যাচাই-বাছাই কর‌তে তাকে সম্পদ বিবরণীর হিসাব দা‌খি‌লে নো‌টিশ দে‌বে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “উম্মে কুলসুমের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে, সেজন্য তাকে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হবে।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আনুষ্ঠানিক ভাবে এই অলরাউন্ডার এখনও ওয়ানডে এবং টেস্টকে বিদায় বলেননি। তবে এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যাবে সাকিবকে। মূলত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ক্রিকেটারদের নিয়েই এই টি-টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হয়।

এই আসরের দল এশিয়ান স্টারসের জার্সিতে মাঠে মাতাবেন সাকিব। এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা নিশ্চিত করেছে ব্যাপারটি। আগামী লিগটি ১০ মার্চ শুরু হতে হচ্ছে যাচ্ছে এবারের এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে বাঙ্গালদেশী ক্রিকেটারদের নিয়ে গড়া ‘বাংলাদেশ টাইগার্সের’ নামেও একটি দল রয়েছে। যে দলে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে।

নিজেদের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে স্পোর্টসকিডা সাকিবের ছবি দিয়ে লিখে, “সাকিব আল হাসান ২০২৫ সালের এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি২০-তে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে যাচ্ছেন!
প্রখ্যাত অলরাউন্ডার প্রথমে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে এশিয়ান স্টার্স দ্রুততার সাথে তাকে দলে ভেড়ানো নিশ্চিত করতে সক্ষম হয়েছে আসন্ন মৌসুমের জন্য।

সাকিবকে ব্যাট-বল হাতে মাঠে দেখতে মুখিয়ে আছেন?

এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টির সব রোমাঞ্চকর অ্যাকশন দেখতে এশিয়ান লিজেন্ডস লিগ এবং স্পোর্টসকিডার সাথে থাকুন, যেটি  ২০২৫ সালের ১০-১৮ মার্চ নাথওয়াড়া অনুষ্ঠিত হবে!”

কদিন আগে লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার।

অন্যদিকে সাকিবের সাথে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে আরেক বাংলাদেশী ক্রিকেটার অলক কাপালিকে। যেখানে তারা সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

এদিকে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে নামবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এ ছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।

সাকিব গত বছরের (২০২৪) সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সাথে জানান পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগ্রহী তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার।

এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করেছিলেন সাকিব। তবে একদিন পরেই সেটি প্রত্যাহার করে নেন।

গতবছর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের হয়ে নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর সেই আওয়ামী লীগ সরকার পতিত হলে আর দেশে ফিরতে পারেননি দেশ সেরা এই ক্রিকেটার।

এশিয়ান স্টারস- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।
 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • মুশফিক–মাহমুদউল্লাহ কি আরও খেলবেন—জানতে চাইবে বিসিবি
  • ৪০ বিদ্যালয় ভবনের কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার
  • কাঠ আমদানির ওপর নতুন শুল্কের উদ্যোগ ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধানকে অবসরে পাঠাল ট্রাম্প প্রশাসন
  • বাংলাদেশের বিপক্ষে নামছেন সাকিব!