কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে চকরিয়া থানা পুলিশ। রোববার কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা ও অস্ত্র মামলায় ১৮ জনকে আসামি করে পৃথক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
 
এদিকে আদালতে অভিযোগপত্র জমা পড়লেও আসামিদের পরিচয় জানা যায়নি। তদন্ত কর্মকর্তা অনুপ কান্তি চৌধুরী ও জেলা আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন কেউই নাম বলতে চাননি। তবে অভিযোগপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযানের সময় ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন প্রাণ হারান। এ ঘটনায় সেনাবাহিনী চকরিয়া থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা করে। ঘটনায় জড়িত সন্দেহে যৌথ বাহিনী ওই সময়েই চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করে।

প্রায় চার মাস তদন্ত শেষে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কান্তি চৌধুরী আজ আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক আনোয়ার কবির পরে হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও সম্পদ ক্রোকের পরোয়ানা জারি করেন। অস্ত্র মামলার অভিযোগপত্র নেওয়ার এখতিয়ার না থাকায় নথি কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত চকর য়

এছাড়াও পড়ুন:

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম সই করেন।

ভিসিকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলেরর অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১০ (২) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ইতোপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্ত ভাইস-চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১২ (২) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর পদে ইতোপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্ত প্রো-ভাইস-চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপন দুইটিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয় বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ