মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন শাহিন, দুর্বৃত্তের গুলি আটকে আছে ফুসফুসের পাশে
Published: 19th, January 2025 GMT
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন। তাঁর ভাই সুমন শেখ জানান, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫-৬ জন সন্ত্রাসী শাহীনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। একটি গুলি তার বাম কানের ওপরে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। আরেকটি গুলি পিঠে বিদ্ধ হয়ে ফুসফুসের পাশে আটকে আছে।
তিনি আরও জানান, রোববার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীনের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা তাঁর ফুসফুসে জমাট বাঁধা রক্ত অপসারণ করেছেন, তবে গুলি বের করতে পারেননি।
খুলনা থানার ওসি মুনির উল গিয়াস জানান, হামলার কারণ শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এই পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ২৫৮ জন। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত মোট পরীক্ষার্থী ছিল ৪০ হাজার ৬২৭ জন।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫আইন পেশায় যুক্ত হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা দিতে হয়। এমসিকিউ, লিখিত ও মৌখিক। এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান।
*ফলাফল দেখুন এখানে
আরও পড়ুন৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস২৫ এপ্রিল ২০২৫