খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

নগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন। তাঁর ভাই সুমন শেখ জানান, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৫-৬ জন সন্ত্রাসী শাহীনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। একটি গুলি তার বাম কানের ওপরে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। আরেকটি গুলি পিঠে বিদ্ধ হয়ে ফুসফুসের পাশে আটকে আছে। 

তিনি আরও জানান, রোববার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীনের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা তাঁর ফুসফুসে জমাট বাঁধা রক্ত অপসারণ করেছেন, তবে গুলি বের করতে পারেননি।

খুলনা থানার ওসি মুনির উল গিয়াস জানান, হামলার কারণ শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী

ঈদুল ফিতরের ছুটিতে ৭ দিনে প্রায় ১ কোটি ৭ লাখ সিমধারী রাজধানী ঢাকা ছেড়েছেন। সরকারি হিসাব বলছে, ঈদ উদযাপনে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল (৭ দিনে) ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন। ছুটি শেষে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় প্রবেশ করেছেন প্রায় ৪৪ লাখ সিমধারী।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব লিখেছেন, ‘ঈদের ছুটির ৭ দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’

আরো পড়ুন:

ভ্রাতৃত্বের বন্ধনে ঈদ উৎসবে মাতলো গ্রামবাসী

কুষ্টিয়ায় বিনোদন কেন্দ্রে আনন্দে মেতেছে শিশুরা

ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ৪ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের সিমধারীরদের ৭ দিনে ঢাকা ছাড়ার একটি বিস্তারিত হিসাব দিয়েছেন। তাতে দেখা যায়, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের ফেসবুক পোস্ট 

এই ৭ দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী। এদিকে ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছেন।

সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ