নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামী আটক
Published: 19th, January 2025 GMT
নাটোরের সিংড়ায় স্বামীর নির্যাতনে পারভীন বেগম (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার উপজেলার হাতিয়ান্দহ বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গৃহবধূর স্বামী আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ইউপি সদস্য রেজাউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জেরে আব্দুল মালেক তাঁর স্ত্রী পারভীন বেগমকে প্রায়ই মারধর করতেন। গত সপ্তাহেও তাঁকে মারধরের পর বিষয়টি পারিবারিকভাবে সমাধান করেন স্বজনরা।
রোববার দুপুরে গৃহবধূ পারভীন অসুস্থ বোধ করলে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর ভাই জহুরুল ইসলাম ও জহির উদ্দিন বলেন, নির্যাতন করে তাদের বোনকে হত্যা করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খুলনা জেলার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৮৮১ সালের ২৫ এপ্রিল খুলনাকে জেলার মর্যাদা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দরনগরী ঐতিহ্যবাহী খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রূপসা ও ভৈরব নদীর তীরে এর অবস্থান।
নদ-নদী বিধৌত হযরত খানজাহান আলীর (রহ.) স্মৃতি বিজড়িত সুন্দরবনের কোল ঘেঁষা অপরূপ এ জেলাটি লম্বা আকৃতির ও চৌকা ধরনের। দেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।
শুক্রবার (২৫ এপ্রিল) খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শিববাড়ির মোড়ে আয়োজিত সমাবেশ উদ্বোধনের পর নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
খুলনার সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা।
ঢাকা/নুরুজ্জামান/টিপু