দুর্দান্ত জয়ের পর দল নিয়ে হোটেলে ফিরে উৎসবে মেতে ছিলেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। নিজে পারফর্ম করেছেন, দল জিতেছে। আর কি চাই? কিন্তু ওই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

একটু পরই জানতে পারেন, পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন মা। ১৬ জানুয়ারি রাতটা খালেদের জন্য বিভীষিকাময় হয়ে উঠে। মাকে নিয়ে কিছু আর বলতে পারলেন না খালেদ, ‘‘মা তো মা-ই…।’’

তার বাড়ি সিলেটে। রাতেই চট্টগ্রাম থেকে রওনা দেন সিলেটের উদ্দেশ্যে। পরদিনের ম্যাচে খেলার অবস্থাতে ছিলেন না। শোককে শক্তিতে পরিণত করে খালেদ আজ রবিবার ফেরেন ২২ গজে। দলের সঙ্গে যোগ দিয়ে আজ মাঠে নামেন ফরচুন বরিশালের বিপক্ষে। 
৬ ম্যাচে ১০ উইকেট পাওয়া খালেদ আজ মাঠে ফিরে পেয়েছেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট। নিজ থেকে বরিশালের বিরুদ্ধে খেলতে চেয়েছিলেন। জিততে না পারায় স্বাভাবিকভাবেই খুশি নন। তবে তাকে মাঠে পেয়ে গর্বিত চিটাগং কিংস।

আরো পড়ুন:

বলব না, টি-টোয়েন্টির জন্য খুব খুব ভালো উইকেট: তামিম

টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

দলের কোচ এনামুল হক জুনিয়র টি স্পোর্টসকে বলেছেন, ‘‘ও আমাকে গতকাল ফোন দিয়েছিল। জানতে চেয়েছিল কি করবে। আমি ওকে পরামর্শ দিয়েছিলাম, ‘‘সিলেটে থাকলে মন খারাপ হবে। আত্মীয়-স্বজন আসবেন। স্মরণ করিয়ে দেবেন। আমাদের কাছে আসলে একটু দূরে থাকতে পারবে।’’

‘‘ও আসলে এই ম্যাচটা খেলতে চাচ্ছিল। বললো যে, ‘আমি বরিশালের সঙ্গে খেলতে চাই।’ এজন্য আমি নিজে খুব গর্বিত ওকে নিয়ে। আমাদের পুরো দল ওকে নিয়ে গর্বিত।’’

‘‘আসলে এরকম একটা পরিস্থিতি থেকে উঠে এসে এই ম্যাচটা খেলেছে। আমি শুধু কোচ হিসেবে নয়, পুরো দল ওর প্রতি কৃতজ্ঞ। যেভাবে এসে এভাবে পারফর্ম করেছে।’’

এদিকে বরিশালের জয়ের নায়ক ডেভিড মালানকে দেখা যায় ম্যাচ শেষে খালেদের সঙ্গে আলাদা করে কথা বলতে। দুজনের কথোপকথনে বোঝা যাচ্ছিল, খালেদকে বিশেষ কিছু বলছিলেন।

তাদের কথোপকথন নিয়ে খালেদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘মালান নিজ থেকে আমার দিকে এগিয়ে এসেছিলেন। খেলার পর তো নরম্যাল হ্যান্ডশেক হয়। আমি মনে করেছিলাম সেরকমই। এরপর কয়েক সেকেন্ড কথা হয়। আমার খোঁজ-খবর নিলেন। মায়ের মৃত্যুতে শোক জানিয়েছিল। বললো, আমাকে মাঠে দেখে খুশি হয়েছে। শক্তি রাখতে বললো। ধৈর্য ধরতে বললো। আমি থ্যাংকস জানালাম।’’

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

শ্রীপুরে ব্যবসায়ীর কাছে ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথন ফাঁস

গ্রাফিকস: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • ফরেনসিক যাচাই করছে পুলিশ, তদন্ত কমিটি
  • ‘আমারে ৫ লাখ টাকা দেও, ব্যাকআপ দিমু’
  • ‘আমারে ৫ লাখ টাকা দেও, ব্যাকআপ দিমু’, ঝুট ব্যবসায়ীকে ওসি
  • শ্রীপুরে ব্যবসায়ীর কাছে ওসির ‘ঘুষ চাওয়ার’ কথোপকথন ফাঁস