তুচ্ছ ঘটনার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁ এলাকায় মাদার কলার ও আরএস গার্মেন্টস নামে দুইটি পোশাক কারখানার শ্রমিক দের মধ্যে।সংঘর্ষ হয়েছে।এসময় কারখানা দুটিতে ব্যাপক ভাঙচুর করা হয়। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানা দুটিতে হামলা চালায়। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে মাদার কলার গার্মেন্টস কারখানার জানালার কাজ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে ধাওয়া দিলে শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। 

পুলিশ ও শ্রমিকরা জানায়, শনিবার (১৮ জানুয়ারী) সকালে মাদার কালার কারখানায় রিপন নামে এক শ্রমিক চারদিন অনুপস্থিত থাকার কারণে কারখানার সুপারভাইজার মিজান তার সাথে দূর্ব্যবহার করেন। এতে ক্ষুবব্ধ হয়ে রিপন তাকে মারধর করলে দুজনের মধ্য হাতাহাতি হয়।

বিকেলে বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ মিজান ও রিপনকে ডেকে নিয়ে তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। তবে মালিকপক্ষ শ্রমিক রিপনকে মারধর করে আটকে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে মাদার কালার কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এলে এ নিয়ে তাদের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। অধিকাংশ শ্রমিক কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। দুপুরে তাদের আহবানে সাড়া দিয়ে মাদার কালার কারখানার সব শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।

তবে পাশের আর এস গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের আহবানে সাড়া না দিয়ে প্রতিরোধ করলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই কারখায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করা হয়। 

এসময় আতংক সৃষ্টি হলে আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা গার্মেন্টস কারখানা দুটির আশপাশে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিহ-৪ এর পুলিশ সুপার মো:আসাদুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থতি স্বাভাবিক ও আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র ম ন টস স ঘর ষ

এছাড়াও পড়ুন:

বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাসাসকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে মো. আবদুর রউফকে সভাপতি এবং এড. মোহাম্মদ মমিনকে সাধারণ সম্পাদক করে সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত বন্দর থানা (মহানগর) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো. আবদুর রউফ, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মো. শাহজাহান, খন্দকার মো. মাহামুদুল হাসান, এড. মাহমুদা আক্তার, লুৎফা কবির লিপি, মো. বাক্কী বিল্লাহ, মো. মাহাবুবুর রহমান শ্যামল, মো. মেজবাহ উদ্দিন, শেখ ফরিদ, মো. আশরাফ আলী, মো. কবির হোসেন, এড. মো. রমজান আলী, মো. শরিফুল ইসলাম স্বপন ও আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, মো. নাজিম উদ্দিন, এস.এম জামান, মো. নাছির উদ্দিন, মো. সুজন, মো. হুমায়ুন কবির ও মো. মাইনউদ্দিন (মঈন), সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান ইমন, খন্দকার শাহিদুজ্জামান মিন্টু রানা, জিয়াউর রহমান টিটু, মো. সাইফুল ইসলাম ও মো. ইমরান হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান খুকুমনি, সহ-সাংগঠনিক মো. এনামুল হক রোমান ও মো. জাকির খান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গাফ্ফার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রতন ভূইয়া, দপ্তর সম্পাদক মো. রাসেল, সহ-দপ্তর সম্পাদক মো. বাবর আলী, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (রাজন), সহ-প্রচার সম্পাদক মো. আবুল কালাম, সংগিত বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী খুকু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ মাঝি, সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রেজওয়ানা হক, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. হেফাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আফরিন নাহার চৈতী, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া, ক্রিয়া ও শিশু বিষয়ক সম্পাদক মো. মোজাহিদুল হক, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ইয়াসমিন খানম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য- এস.এম রায়হান হক, মো. এরশাদুল হক, ইউনুছ মিয়া, খুশি, মো. রায়হান বারী, মো. রিপন হাওলাদার, জিয়াসমিন, মো. সানু খান, মো. মনছুর সাদেক, মো. কামরুজ্জামান, মো. নাবিল মাহামুদ, মো. রাশেদুল হক, মো. রুবেল, মফিজুল ইসলাম রাসেল, মো. শাওন, মো. আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. মোহর চাঁন, মো. নাছির উদ্দিন, মো. সুমন ও মো. মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মো. স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন উক্ত কমিটি অনুমোদন করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এই টাকা দিলে মান-সম্মান থাকে?’ বলা সেই ওসিকে বদলি
  • শীতলক্ষ্যা নদী রক্ষার্থে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নদী ভাবনা
  • ফতুল্লায় কিশোর গ্যাং জিনিয়াস গ্রুপের ছুরিকাঘাতে সুরুজ মিয়া আহত, আটক ১
  • সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ
  • আড়াইহাজার থানার সেই ওসি এনায়েত অবশেষে বদলি
  • স্ত্রীকে হত্যা করে লাশের পাশেই বসেছিলেন স্বামী
  • বন্দর থানা (মহানগর) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
  • নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন
  • মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক