ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসব ছবি পুরস্কার পেল
Published: 19th, January 2025 GMT
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের পর্দা নামল রোববার। ১০ টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫ টি দেশের ২০৩ টি চলচ্চিত্র নিয়ে ঢাকার ৫ টি ভেন্যুতে ৯ দিন ব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন ৪৪ জন বিদেশি প্রতিনিধি। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়।
উৎসবে অংশ নেওয়াচিলড্রেন ফিল্ম সেকশনের বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে মাইকেল লুকাচেভস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ‘কিতালিকতাখ কির্দালিম্’।স্পেশাল অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে জোসেলিটো আলতারেজোস পারিচালিত ফিলিপাইনস সিনেমা ‘গার্ডিয়া ডি অনার’। বেস্ট অডিয়্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ভারতীয় সিনেমা ‘পদাতিক’।
উইম্যান ফিল্মমেকার সেকশনে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড যৌথভাবে পেয়েছে ক্লাভদিয়া কোরশুনোভা পরিচালিত ‘মলডোভা’ এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘তাকোই ইমেনো ডেন’। একই সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মারিয়া বোবেভা নির্মিত বুলগেরিয়ার সিনেমা ‘স্কারলেট’। বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমাটি হচ্ছে সারাহ মালেগোল পরিচালিত ফ্রান্সের সিনেমা ‘কুমভা হুইচ কাম ফ্রম সাইনলেন্স’।
বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমাটি হচ্ছে আগুস্টিনা সানচেজ গ্যাভিয়ে পরিচালিত আর্জেন্টিনা ও জার্মানীর যৌথ প্রযোজিত ‘নুয়েস্ট্রা সোমব্রা’। স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম লুইস ক্যাম্পোস পরিচালিত পর্তুগিজ সিনেমা ‘মন্টে ক্লেরিগো’। উক্ত বিভাগের স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডটি পেয়েছে অভিলাষ শর্মা পরিচালিত ‘স্বাহা’ এবং বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় ইভান সোসনের রাশিয়ান সিনেমা ‘প্রিশেলেক (দ্য এলিয়েন)।’
বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে ৩ টি সিনেমা পুরষ্কৃত হয়। এরমধ্যে সেকেন্ড রানার আপ হয়েছে মোবারক হোসেন পরিচালিত ‘পৈত্রিক ভিটা’, ফার্স্ট রানার আপ সিনেমাটি হচ্ছে আসিফ উদ্দিন পরিচালিত ‘ফুলেরা পোসাক পরে না’। বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পায় চলচ্চিত্র পরিচালক মনন মুন্তাকা নির্মিত‘অ্যা লেজি মুন’।
বেস্ট ফুল লেন্থ সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’।
এশিয়ান ফিল্ম কমপিটিশন সসের ব্যাস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাটওয়ার্ডটি পায় টাকাতো নিশি এবং নরিকো ইউয়াসার সিনেমা ‘পারফমিং কাউরুর ফিউরেনা’। এছাড়াও ‘পান মেন কিয়ান বাও দি’ সিনেমার জন্য হাওফেং জু এবং জুনফেং জু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পায়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এদিন সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চলচ চ ত র পর চ ল ত স কশন
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা
৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৬তম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে। চলতি বছরের ১০-২০ জুলাই বসবে এ আসর।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ছয়জন হলো ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী ও রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন; চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া ও চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান।
এ ছাড়া এ দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা হিসেবে থাকবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত গণিত উৎসবে সারা দেশ থেকে প্রায় ৭৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। নিবন্ধন করা শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ১৫টি শহরে অনুষ্ঠিত হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয় ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসবে। জাতীয় গণিত উৎসব থেকে বিজয়ী হয় ৮৫ জন। সেখান থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্স অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ৬ জন নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ আয়োজন করে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ ১টি সোনা, ৭টি রুপা, ৩৭টি ব্রোঞ্জ ও ৪৪টি সম্মানসূচক স্বীকৃতি লাভ করেছে।