বিপিএলের মান নিয়ে নানা প্রশ্ন আছে। অল্প সময়ের মধ্যে আয়োজন করতে হয়েছে এবারের বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সক্ষমতা কম। যে কারণে পর্যাপ্ত মানসম্মত বিদেশি ক্রিকেটার আনা সম্ভব হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে। একই সঙ্গে সিপিএল, বিগব্যাশের মতো টুর্নমেন্ট হওয়ায় তারকা ক্রিকেটার পাওয়া কঠিন হয়েছে। 

বিদেশি বড় নাম কম থাকায় স্থানীয় ক্রিকেটারদের জন্য খুলে গেছে দুয়ার। সমকালকে সাক্ষাৎকারে মেহেদী মিরাজ যেমন বলেছেন- দু’জন স্থানীয় ক্রিকেটার বেশি খেলাতে পারা মানে একটা সুযোগ। তাদের জন্য প্রমাণের দরজা খুলে যাওয়া। 

এবারের বিপিএলে স্থানীয় অনেক ক্রিকেটার ব্যাট হাতে রান পাচ্ছেন। স্লগে এখন পর্যন্ত নুরুল হাসান সোহান ভালো করেছেন। রংপুর রাইডার্সের টানা জয়ে ব্যাট হাতে ভালো করেছেন সাইফ হাসান। খুলনার মাহিদুল ইসলাম অঙ্কনকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গেছে। ইয়াসির আলী রাব্বি আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। 

ব্যাট হাতে ভালো করেছেন জাতীয় দলের হয়ে টেস্ট খেলা জাকির হাসান। তিনি অফ ফর্মের কারণে মধ্যে টেস্ট দলের বাইরে চলে গিয়েছিলেন। ঢাকা জয় না পেলেও তানজিদ তামিমের ব্যাট থেকে রান আসছে। এসব ভালো খবরের মধ্যে জাতীয় দলের ব্যাটারদের ব্যাটে রান না থাকাটা দুশ্চিন্তার কারণও বটে। 

যেমন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একেবারেই রান পাচ্ছেন না। গোল্ডেন ডাক দিয়ে তিনি এবারের বিপিএল শুরু করেছেন। দ্বিতীয় ম্যাচে করতে পারেন ১০ বলে মাত্র ৯ রান। যে কারণে তৃতীয় ম্যাচের একাদশে জায়গা হয়নি শান্তর। মুশফিকের ইনজুরির কারণে উইকেটরক্ষক হিসেবে একাদশে ঢুকেও ব্যর্থ হন তিনি। যে কারণে চট্টগ্রামে রোববার চট্টগ্রাম কিংসের বিপক্ষে পুনরায় একাদশ থেকে জায়গা হারিয়েছেন এই ব্যাটার। 

একাদশ থেকে জায়গা না হারালেও ব্যাটে ঠিক রান পাচ্ছেন না তাওহীদ হৃদয়। সাত ম্যাচের মধ্যে দুটিতে তিনি মোটামুটি রান পেয়েছেন। এক ম্যাচে শুরু পেয়েছিলেন। বাকি তিনটিতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার। এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি তার। 

হৃদয় ২৩ বলে ৩২ রানের ইনিংস দিয়ে এবারের বিপিএল শুরু করেন। পরের ম্যাচে ৬ বলে ৪ রানে আটকে যান। তৃতীয় ম্যাচে ১৪ বলে করেন ১৩। মধ্যে সিলেটে ২৭ বলে ৪৮  রানের একটি ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার। ১৮ বলে ২৩ রানের ইনিংস খেললেও দলের দরকারের সময়ে রংপুরের বিপক্ষে আউট হওয়ায় হারে বরিশাল। সর্বশেষ চট্টগ্রামের বিপক্ষে ৪ বলে করেছেন ১ রান। 

লিটন দাসের রান খরার কথা নতুন করে বলার কিছু নেই। সিলেটে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু ঢাকার মতো চট্টগ্রাম পর্বে ব্যর্থ হওয়ায় দুয়ো শুনতে হয়েছে ডানহাতি এই ব্যাটারের। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি। যদিও রান না করেও শান্ত-হৃদয়-মুশফিকরা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। 

রান না পেয়েও অনেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। আবার রান না পাওয়ায় কেউ বাদ পড়েছেন। রান না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন এমন ঘটনাও চোখের সামনে। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, এবারের বিপিএল এমন উইকেটে হচ্ছে যে, সাব্বিরও পান পেয়েছে। যে কারণে বিপিএলের পারফরম্যান্সকে সেভাবে মূল্যায়ন করেননি তারা। লিটন আগে থেকে ফর্মে না থাকায় বাদ দেওয়া হয়েছে এবং টেকনিকের কারণে তার ব্যাটিং এক্সপোজ (উন্মুক্ত হয়ে যাওয়া) হয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। সবাই রান পাওয়া বিপিএলে লিটন, শান্ত, হৃদয়দের রান না পাওয়া নিশ্চয় টিম ম্যানেজমেন্টের জন্য দুশ্চিন্তার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল জ ত য় দল র কর ছ ন

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ