রূপগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
Published: 19th, January 2025 GMT
নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাড়ি করে হামলা ভাঙচুর হল লুটপাটের মামলায় যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার খাদুন এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মিলন প্রধান, সুরুজ মিয়া, রাসেল ভুইয়া৷ দেলোয়ার ভুইযা, শফিক ভান্ডারি।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ শে ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া ও যুবলীগ নেতা রায়হান কবির ভূঁইয়া সুমন জমি সংক্রান্ত বিরোধের ধরে সন্ত্রাসী বাহিনী নিয়ে বেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিলন প্রধান বাড়িতে হামলা ভাঙচুর হল লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ি লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। পরে এলাকাবাসী রায়হান কবির ভূঁইয়া সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন৷ পরে পুলিশ রায়হান কবির ভূঁইয়া সুমন মোটা অংকের টাকার বিনিময় ছেড়ে দেয়। এ ঘটনায় মিলন প্রধান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার আসামি রায়হান কবির ভূঁইয়া সুমন ও তার ছোট ভাই মহসিন কবির ভূঁইয়া সবুজ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করল যুক্তরাষ্ট্র
দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার বিশেষ কর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে উচ্চ মাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর-রয়টার্স
এতদিন যুক্তরাষ্ট্রে আমদানিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন এই উচ্চ মাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ৮৪০ কোটি ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়িছিল ৭৩৪ কোটি ডলার।
বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে, এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে সেই তালিকা তুলে ধরছেন
ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে ৩৪ শতাংশ।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ আরোপ করা হয়েছে।
এছাড়া মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।