ছিলেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান। ছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়। সাড়ে তিনশর বেশি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন। ৩৭ পেরিয়ে যাওয়ার ডেভিড মালান অভিজ্ঞতার মূল্য কতটা বেশি সেটার প্রমাণ দিলেন চট্টগ্রামের ২২ গজে। 
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ভুলবোঝাবুঝিতে রান তাড়ার শুরুতেই রান আউট। যে গ্যালারিতে তামিম তামিম ধ্বনিতে মুখরিত ছিল সেখানে বিষাদের ছায়া। চিটাগং কিংসের দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে ঘরের ছেলে ৮ রানে রান আউট হন। সিঙ্গেল নেওয়ার ডাক দিয়েও তামিমকে মাঝপথে ফিরিয়ে দেন ইংলিশ ওপেনার। 
ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে সরির ইঙ্গিত দেন। এরপর রান তাড়ার দায়িত্বটা মালান নিজ কাঁধে নিয়ে নেন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে হাল ছাড়েননি। ফিফটি তুলে নেন। আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৪৯ রানে। আজ ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ফিফটির পর তামিমকে ডাগআউট থেকে দাঁড়িয়ে করতালি দিতে দেখা গেছে। 

মালান ও মোহাম্মদ নবীর অবিচ্ছিন্ন ৪৪ বলে ৬৯ রানের জুটিতে চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৯ বল আগে জয় তুলে নিয়ে পূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করে বিপিএলের বর্তমান শিরোপা ধারীরা। ২১ বলে ৩ চারে ২৬ রানে অপরাজিত থাকেন নবী। 
রান পাননি তাওহীদ হৃদয় (১)। মুশফিকুর রহিম (১১) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৬) ভালো শুরুর পর থেমে যান। ৫৩ রানে ৪ উইকেট হারানো বরিশালকে সেখান থেকে জয়ের পথে নিয়ে যান মালান ও নবী। ৩ চার ও ২ ছক্কায় ৫৬ রান তুলে ম্যাচ সেরার পুরস্কার পান মালান।

উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল না, পুরস্কার বিতরণী মঞ্চে জানিয়েছেন মালান। একটু ধীর গতির ও বল স্কিড করায় উইকেটে সময় দিতে হয়েছে তাকে। 
যেই ভুলটা করেছেন চিটাগংয়ের ব্যাটসম্যানরা। চরম ব্যাটিং বিপর্যয়ে চিটাগং কিংস করতে পারে মাত্র ১২১ রান।  ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে চিটাগং ১৫ রান পায়। স্বদেশি পেসার জাহানদাদের ওভার থেকে দুই চার ও এক ছক্কা আদায় করে নেন উসমান খান। ডানহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ওভারেও স্পিনার তানভীরকে দুই চার হাঁকান। এমন উড়ন্ত শুরুতে চিটাগংয়ের দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। কিন্তু কে জানত তৃতীয় ওভার থেকে তাদের ইনিংসে নেমে আসবে বিপর্যয়?

আরো পড়ুন:

২০ বলে এলোমেলো চিটাগং, স্কোরবোর্ডে পুঁজি কেবল ১২১

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে

তৃতীয় ওভারে দ্বিতীয় বলে উসমান নিজের উইকেট উপহার দিয়ে আসেন রিপন মন্ডলকে। পরের ১৯ বলেই স্রেফ এলোমেলো চিটাগং। একে একে সাজঘরের পথ ধরেন গ্রাহাম ক্লার্ক, পারভেজ হোসেন ইমন, হায়দার আলী ও শামীম হোসেন পাটোয়ারী। শেষ ৩ উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ। রিপন ও আশরাফের ২০ বলের দাপটে পাওয়ার প্লে’তে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে চিটাগং।

সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় সপ্তম উইকেটে আরাফাত সানীকে নিয়ে ৩৭ বলে ৩১ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মনে হচ্ছিল তাদের জুটিতে চিটাগংয়ের পুঁজি বাড়বে। কিন্তু ধারাবাহিক রান না আসায় বড় শট খেলতে গিয়ে ভাঙে এই জুটি। সর্বোচ্চ ৩৫ রান করে মিঠুন সাজঘরে ফেরেন তানভীরের বলে সীমানায় মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে ২১ বলে কোনো বাউন্ডারি পায়নি চিটাগং। চাপ বাড়ায় বড় শট খেলার বিকল্প ছিল না। কিন্তু টাইমিং না মেলায় গড়বড় হয়।

চিটাগংয়ের শেষ ভরসা ছিলেন আরাফাত সানী। তার ব্যাটেই শেষ পর্যন্ত রক্ষা হয়। ৩৪ বলে ২৭ রান করা সানী হাঁকান ২ বাউন্ডারি। এছাড়া খালেদ ৯ ও শরিফুল ৫ রান তুলে রাখেন অবদান।

প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতে ঘরের মাঠে এসেছিল চিটাগং কিংস। এসেও জয়ের ধারা অব্যাহত রেখেছিল। কিন্তু টানা দুই ম্যাচ হেরে একটু ব্যাকফুটে চলে গেলে তারা। সব মিলিয়ে সাত ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে বরিশাল দারুণ ছন্দে রয়েছে। সাত ম্যাচে পাঁচ জয়ে প্লে অফ নিশ্চিতের পথে তামিমের দল। 

ঢাকা/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ত ম ম ইকব ল উইক ট

এছাড়াও পড়ুন:

মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির ফোনালাপ

যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ