জামালপুরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত
Published: 19th, January 2025 GMT
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আইনজীবী ও তার মা গুরুত্বর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের সুরুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- সুরুলিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে অ্যাডভোকেট নাসরিন সুলতানা শিখা (৩২) ও তার মা নাজমা বেগম (৫৫)। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
অটোরিকশা চালকদের মারধরে ৩ পুলিশ আহত
আহত আইনজীবী নাসরিন সুলতানা শিখা বলেন, “আমার চাচা ওয়াজকুরুনির সঙ্গে বাড়ির জমি ও গাছ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে আজ দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ক্ষেতের জমি দখল করতে যান চাচা ওয়াজকুরুনি, রফিকুল ইসলাম গদাই ও মাইনুদ্দিনসহ ২০ থেকে ২৫ জন। বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায় এবং মা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।”
আহত নাজমা বেগম বলেন, “আমাদের ওপর চালানো হামলার বিচার চাই। আমাদের অসহায় পেয়ে এভাবে মারধর করেছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদুজ্জামান ওয়াজকুরুনি মোবাইল ফোনে বলেন, “৫২ শতাংশ জমি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। এসব নিয়ে আমাদের ওপর আজকে প্রথমে হামলা করে তারা। পরে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়।”
মেলান্দহ থানার ওসি মো.
ঢাকা/শোভন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত র ওপর
এছাড়াও পড়ুন:
ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে
বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল চিকিৎসকদের, তা খতিয়ে দেখছেন আদালত। কিংবদন্তির শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে চলছে বিচার কার্যক্রম।
বাদীপক্ষ ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পশুর সঙ্গে যেমন আচরণ করে, ডিয়েগোর সঙ্গে সেটাই করা হয়েছে। আদালতে যা কিছু দেখা গেছে, সেটাই প্রমাণ করে।’
আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৪ ঘণ্টা আগেআর্জেন্টিনার টিভি চ্যানেল এলত্রেসে প্রচারিত অনুষ্ঠান ‘লা নোচে দে মিরথা’য় বার্লান্দো ব্যাখ্যা করেন, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল—এটা প্রমাণ করাই তাঁর আইনি দলের লক্ষ্য, ‘অবহেলার বিষয়টি আমরা আগেই পেরিয়ে এসেছি। এখন তা বিচারিকভাবে প্রমাণের চেষ্টা করছি।’
এই পৃথিবীতে ডিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তাঁর উত্তরাধিকার নয়। কিছু লোক আছে, যারা কিছু সন্দেহজনক চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর পরও লাভবান হচ্ছে, এমনকি তাঁর ওপর ভর করে জীবিকা নির্বাহ করছে।ফের্নান্দো বার্লান্দো, ম্যারাডোনার মেয়ে দালমা ও জিয়ান্নিনার পক্ষের আইনজীবীবার্লান্দোর দাবি, পরিকল্পনা করে ছিয়াশির বিশ্বকাপ কিংবদন্তিকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসাজনিত অবহেলা তাঁর মৃত্যুর কারণ নয়, ‘আমি একমত, কোনো সন্দেহ নেই তাঁকে হত্যা করা হয়েছে।’ অনুষ্ঠানের উপস্থাপিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও সঞ্চালক মিরথা লেগ্রান্দ আইনজীবী বার্লান্দোর কাছে জানতে চান, ম্যারাডোনাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে?’ বার্লান্দোর উত্তর, ‘ম্যারাডোনার মানসিক ও শারীরিক চিকিৎসার দায়িত্বে থাকা আটজন ইচ্ছাপ্রসূত হত্যার দায়ে জড়িত। কেউ যখন সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, এ ক্ষেত্রে যেটা মৃত্যু এবং তাদের আচরণে মনে হয় কিছুই হয়নি, তখন এটা হত্যা।’
ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো