সিনেমার ফারিন খান এখন পুরোপুরি ব্যস্ত নাটকে। গেলো বছররে শুরু থেকেই নাটক নিয়েই তার ধ্যানজ্ঞান। অভিনয় দিয়ে দর্শকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন ক্রমাগত। চলতি বছরের শুরুটাও দারুণ হল অভিনেত্রী ফারিন খানের।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মনের মাঝে তুমি’ নাটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিকর আর ফারহান। দুই দিনেই ২৪ লাখ ভিউ অতিক্রম করেছে নাটকটি। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। 

ফারিন বললেন, “কাজের মান ধরে রাখার ফল আমি বছরের শুরুতেই পেয়েছি। কারণ, আমার অভিনীত ‘মনের মাঝে তুমি’ নাটক নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। দর্শক দারুণভাবে গ্রহণ করছে। দুই দিনে ২৪ লাখের বেশি মানুষের ভালোবাসা পাওয়া তো খারাপ কিছু না। আশাকরি কয়েকদিনের মধ্যে এটা কোটি মানুষের কাছে পৌঁছাবে।”

গেল ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত পাঁচ নাটক। চলতি মাসে মুক্তি পেয়েছে একটি নাটক। সংখ্যায় কম হলেও নাটকের মানের কথা চিন্তা করেই নতুন কাজে হাত দিচ্ছেন এই অভিনেত্রী।

ফারিন সমকালকে বলেন, ‘২০২৫ সাল খুব প্ল্যান করে গোছালো কাজ করে যেতে চাই। এবছর কোনো ধরণের ঝুঁকি নিতে চাই না। সে অনুযায়ী বেছে বেছে করছি। আমার মনে হয়, বেশি কাজ করার চেয়ে মান সম্মত কম কাজ করা ভালো। কোয়ালিটি ধরে রেখে ৬ মাসে একটি কাজ হলেও আমার কোনো সমস্যা নাই।’

এদিকে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে একটির নাম ‘আজান’। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সম্প্রতি চট্টগ্রামে এই নাটকের কিছু অংশের শুটিং শেষ হয়েছে। অন্য দুই নাটকের নাম এখনো ঠিক হয়নি। তবে দ্রুতই শুটিং শুরু করবেন বলেও জানালেন ফারিন। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়া‌র মি‌নি জাফলং‌য়ে গোসল কর‌তে গি‌য়ে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।  

শুক্রবার (৪ এপ্রিল) সকালে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে স্রোতের সাথে ভেসে শিশুটি ডুবে যায়। 

সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সাদাতের নানা মোখলেসুর রহমান জানান,  ঈদে শিশুটি আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে।  আজ (শুক্রবার) সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পড়ে পানির স্রোতে ভেসে নদীর গভীরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঢাকা/এনাম/টিপু

সম্পর্কিত নিবন্ধ