নতুন দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বিপিএলের দল খুলনা টাইগার্স। তাদের একজন অস্ট্রেলিয়ান ব্যাটার ও একজন পাকিস্তানের পেস অলরাউন্ডার। 

খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, খুলনা টাইগার্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রসের। এছাড়া পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল চুক্তি করেছে খুলনার সঙ্গে। 

তবে তারা কবে নাগাদ খুলনার ক্যাম্পে যোগ দেবেন তা জানা যায়নি। বর্তমানে বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকায় শেষ পর্ব। শেষ চারে যাওয়ার লড়াইয়ে থাকা খুলনা ঢাকা পর্বের জন্য তাদের সঙ্গে চুক্তি করে থাকতে পারে। 

অস্ট্রেলিয়ার ৩২ বছর বয়সী অ্যালেক্স রস ১৩৬টি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন। প্রায় ২৯ গড়ে ও ১২৯ স্ট্রাইক রেটে রান করেছেন এই ব্যাটার। পূর্বে দুর্দান্ত ঢাকায় খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া সিপিএল ও বিগব্যাশে খেলেছেন তিনি। 

আমের জামাল পাকিস্তানের পেস অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় শুরুতে বিপিএলে ছিলেন না তিনি। তবে শেষ ধাপে যোগ দিচ্ছেন বাংলাদেশের এই লিগে। মূলত পেস বোলার হলেও আমের ব্যাটিংটা পারেন শুরু থেকে। ২৮ বছর বয়সী এই পাকিস্তানি দেশের জার্সিতে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬টি টি-২০ খেলেছেন।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী পুলিশের কাছে অভিযোগ করে বলেছেন, তাঁর ওর তাঁর পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে। একজন নারী ইউটিউবার সামাজিক মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দিয়েছেন।

কলকাতা পুলিশ বলেছে, ডোনার গাঙ্গুলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

গত সপ্তাহে ডোনা যে অভিযোগ দায়ের করেন তাতে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে কলকাতার একজন স্ব-ঘোষিত ‘ইনফ্লুয়েন্সার’ গাঙ্গুলী পরিবারের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন। ওই ইউটিউবার বলেছেন, গাঙ্গুলী পরিবার একজন অসুস্থ সবজি বিক্রেতার প্রতি অবহেলামূলক আচরণ করেছেন। এই প্রতিবেদনে ওই ইউটিউবার গাঙ্গুলী পরিবারের বাড়ি এবং গাড়ির ছবি দিয়েছেন।

পুলিশ বলেছে, ওই ইউটিউবার গাঙ্গুলী পরিবারের প্রতিবেশী। তিনি যে গাড়িটির ছবি প্রকাশ করেছেন তাতে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো আছে। ডোনা গাঙ্গুলী ওই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন বলেও তিনি দাবি করেছেন।

গাঙ্গুলী পরিবারের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা স্পষ্ট করতে চাই যে, এই ধরনের কোনও এসইউভি এলাকার কেউ ব্যবহার করে না।’

সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডোনা, সৌরভ ও তাদের মেয়েকে দেখা গিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, ডোনা মুখ্যমন্ত্রীকে টেমস নদীর ধারে তাদের বাড়ি দেখাচ্ছেন।

এ ঘটনায় হয়তো কলকাতায় রাজনীতির রং লেগেছে। মনে করা হচ্ছে, এই পোস্টগুলি ইচ্ছাকৃতভাবে গাঙ্গুলী পরিবারের সুনাম নষ্ট করার জন্য তৈরি করা হয়েছিল।

অন্যদিকে, ওই ইউটিউবার অভিযোগ করেছেন, তিনি টেলিফোনে হুমকি পাচ্ছেন। তিনি তাঁর বিতর্কিত পোস্টগুলো সরিয়ে নিয়েছেন। তবে তিনি এখনো হুমকি পাওয়ার বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ করেননি।

কলকাতা পুলিশের সাইবার সেল এই ঘটনা নিয়ে তদন্ত করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • তীব্র আপত্তির মুখেই লোকসভায় ওয়াক্‌ফ বিল পাস, রাজ্যসভায় উঠছে আজই
  • ইটভাটায় শ্রমিকদের আটকে রেখে নির্যাতন, উদ্ধার করল সেনাবাহিনী 
  • আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯  
  • চলন্ত ট্রেনের ছাদে ‘টিকটক ভিডিও’ করছিলেন ৪ তরুণ, পড়ে দুজনের মৃত্যু
  • আমার অ্যালার্জির সমস্যা আছে, কী করি?
  • শাকিবের ‘বরবাদ’ দেখে কী বলছেন দর্শকরা?
  • গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র
  • কটিয়াদীতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • সব কাজ সামলে নিজেদের স্বাস্থ্যের জন্য সময় বের করা কঠিন, মুটিয়ে যাওয়ার সমস্যায় অনেক নারী
  • কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলী