অস্ট্রেলিয়ান ব্যাটার ও পাকিস্তানি অলরাউন্ডার আনছে খুলনা
Published: 19th, January 2025 GMT
নতুন দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বিপিএলের দল খুলনা টাইগার্স। তাদের একজন অস্ট্রেলিয়ান ব্যাটার ও একজন পাকিস্তানের পেস অলরাউন্ডার।
খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, খুলনা টাইগার্সের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রসের। এছাড়া পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল চুক্তি করেছে খুলনার সঙ্গে।
তবে তারা কবে নাগাদ খুলনার ক্যাম্পে যোগ দেবেন তা জানা যায়নি। বর্তমানে বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকায় শেষ পর্ব। শেষ চারে যাওয়ার লড়াইয়ে থাকা খুলনা ঢাকা পর্বের জন্য তাদের সঙ্গে চুক্তি করে থাকতে পারে।
অস্ট্রেলিয়ার ৩২ বছর বয়সী অ্যালেক্স রস ১৩৬টি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন। প্রায় ২৯ গড়ে ও ১২৯ স্ট্রাইক রেটে রান করেছেন এই ব্যাটার। পূর্বে দুর্দান্ত ঢাকায় খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া সিপিএল ও বিগব্যাশে খেলেছেন তিনি।
আমের জামাল পাকিস্তানের পেস অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় শুরুতে বিপিএলে ছিলেন না তিনি। তবে শেষ ধাপে যোগ দিচ্ছেন বাংলাদেশের এই লিগে। মূলত পেস বোলার হলেও আমের ব্যাটিংটা পারেন শুরু থেকে। ২৮ বছর বয়সী এই পাকিস্তানি দেশের জার্সিতে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬টি টি-২০ খেলেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
ছিনতাইকারী টান দেয় ভ্যানিটি ব্যাগ, নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকার
রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে এবং চলন্ত অবস্থায় জানালা দিয়ে ভ্যানিটি ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই নারী। ব্যাগের সঙ্গে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে চলন্ত প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা।
রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন।
ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার পরপরই ভেতর থেকে একজন ব্যাগটি টান দেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়।
আরো পড়ুন:
গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ
প্রথমবার সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরসঙ্গী হচ্ছেন নারী ক্রীড়াবিদরা
এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধেশ্বরীর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঢাকা/এমআর/এসবি