কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বরের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে টাকা ও ইয়াবা জব্দসহ লিয়াকত আলীর স্ত্রী-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। দৌলতপুর থানা-পুলিশ তাদের সঙ্গে ছিল। কয়েক ঘণ্টার অভিযানে বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার টাকা ও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় লিয়াকতের স্ত্রী কাজলী খাতুন ও ছেলে আবরাহাম লিংকনকে আটক করা হয়। আজ রোববার দৌলতপুর থানায় তাদের সোপর্দ করা হয়। এ ঘটনার পর থেকে লিয়াতক আলী পলাতক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মামলা দায়েরের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আটক দ লতপ র ল য় কত

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ