কার্যকর প্রেস কাউন্সিল গঠন করা হবে: কামাল আহমেদ
Published: 19th, January 2025 GMT
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, “গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে একটি কার্যকর প্রেস কাউন্সিল গঠন করা হবে। বর্তমান প্রেস কাউন্সিল পত্রিকা বন্ধের মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল, যা পরিবর্তন করে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
রবিবার (১৯ জানুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কামাল আহমেদ বলেন, “শক্তিশালী ও কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক, পাঠক, শ্রোতা ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করা হবে। কেউ যদি সংবাদ প্রকাশের কারণে হয়রানির শিকার হন, তাহলে প্রেস কাউন্সিল থেকে প্রতিকার পাওয়ার ব্যবস্থা থাকবে।”
আরো পড়ুন:
হাসিনা সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছে: প্রেস সচিব
স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা দরকার: কামাল আহমেদ
তিনি আরো বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে পরিচিত। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এটির নামকরণ এবং কাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি অনেকেই স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে।”
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি কার্যকর প্রেস কাউন্সিল গঠন সময়ের দাবি উল্লেখ করে কামাল আহমেদ বলেন, “এটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ম ল আহম দ
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।