স্কুলছাত্রকে যৌন নিপীড়নের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার সকালে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চৌহালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ১১ ডিসেম্বর রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই স্কুলছাত্রকে যৌন নিপীড়ন করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা করেন। 

এদিকে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। এরপর থেকে তিনি আত্মগোপন করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য এড়িয়ে যাওয়ার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।

আজ শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনূস-মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক

সম্পর্কিত নিবন্ধ