‘পুষ্পা' নামে সিনেমায় বানিয়ে মাতিয়ে দিয়েছে ভারতের দক্ষিণী পরিচালক সুকুমার। সাধারণ এ ধরণের নাম নারীদের বেলায় রাখা হয়। কিন্তু এই ছবিতে পুষ্পা নাম নিয়েই পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন। পরের ইতিহাস সবার জানা। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিও বাজিমাত বক্স অফিসে। 

প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে ধারণা করেছিল, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে। 

এবার ফুলের নাম নতুন এক সিনমার ঘোষণা এলো বাংলাদেশে। নাম ‘গোলাপ’। রোববার গোলাপ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন নিরব। 

অনিক বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি পরিাচলনা করবেন  সামসুল হুদা। চিত্রনাট্য করেছেন এর আগে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলন, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!

ফুলের নামে যেহেতু নাম পোস্টারেও পুষ্পা ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে সিনেমাটি? প্রশ্নের উত্তরে নির্মাতা বললেন, এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের সিনেমা হবে এটি। 

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়ায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের সহায়তায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ৭ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে।

১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখের দিন শহরের পৌর উদ্যানে এ মেলার উদ্বোধন করা হবে। মেলায় শিশুদের জন্য নানা ধরনের রাইড থাকছে। সেই সঙ্গে হরেক রকমের দোকানপাট বসছে।

প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন থাকবে।

মেলা কমিটির সদস্য সচিব জেলা জাসাসের সভাপতি ওয়াহিদ মুরাদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মেলা চলবে। এখানে শিশুরা বিনোদন উপভোগ করবে। বড়দেরও নানা বিনোদনের ব্যবস্থা থাকবে।

এদিকে শহরের বিভিন্ন মার্কেটে বৈশাখের পোশাক বেচাকেনা হচ্ছে। শহরের নিউ মার্কেট এলাকার শাড়ি হাউসের প্রোপাইটার জাহিদ হাসান বলেন, কয়েককদিন আগে ঈদের কেনাকাটা শেষ হলো বিধায় বৈশাখের কেনাকাটা বেশি জমেনি।

সম্পর্কিত নিবন্ধ