তৃতীয় দিনেই ১২৭ রানে জিতলো পাকিস্তান
Published: 19th, January 2025 GMT
প্রথম টেস্টে তৃতীয় দিনেই জয় পেয়েছে পাকিস্তান। আজ রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) দুপুরে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ১২৭ রানের ব্যবধানে।
পাকিস্তান আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬৮.৫ ওভারে ২৩০ রানে অলআউট হয়। জবাবে ২৫.২ ওভারে উইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৩৭ রানের বেশি করতে পারেনি। ৯৩ রানের লিড নিয়ে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬.
বিস্তারিত আসছে…
আরো পড়ুন:
মুলতানে পাকিস্তানের বড় লিডের দিনে ফিরে এল বাংলাদেশ
অভিষেকটা রাঙাতে পারলেন না ‘শোয়েব মালিকের ভাতিজা’ হুরাইরা
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়ালের কোপে বন্ধুকে হত্যা, বাবা-ছেলে আটক
কুমিল্লার তিতাসে রুবেল মিয়া (২৭) নামে এক তরুণকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়ালের কোপে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল মিয়া বাস্তহারার মৃত মো. আলী মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মো. জয়নাল আবেদীন ও তার ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দিয়েছেন।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার গাজীপুর বাস্তহারা এলাকায় ঘরে মোহাম্মদ আলী ও বন্ধু রুবেল আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর এক শিশু ঘরে রক্ত দেখে স্থানীয়দের জানায়। পরে লোকজন এসে রুবেলের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় মোহাম্মদ আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে ঘটনাস্থল থেকে স্থানীয়র আটক করে পুলিশে খবর দেন। এ সময় একটি কুড়াল ও হাতুড়ি উদ্ধার করা হয়।
গাজীপুর গ্রামের শাহ আলী জানান, ‘রুবেল ও মোহাম্মদ আলী নেশা করে। ঘটনার পর মোহাম্মদ আলী বাড়ির পাশে নলকূপে গোসল করে বসে ছিল। তখন আমরা এসে তাকে আটক করে পুলিশকে খবর দেই। পুলিশ তাকেসহ তার বাবাকে ধরে নিয়ে গেছে।’
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ‘খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’