Samakal:
2025-02-28@23:20:35 GMT

কাকে বিয়ে করলেন দর্শন রাভাল

Published: 19th, January 2025 GMT

কাকে বিয়ে করলেন দর্শন রাভাল

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই সামাজিকমাধ্যমে গায়কের বিয়ের ছবি ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, সম্প্রতি বিয়ে করেছেন দর্শন। পাত্রীর নাম ধরল সুরেলিয়া। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে।

সামাজিকমাধ্যমে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন দর্শন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’ তার এই পোস্ট অনুরাগীদের মন কেড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তারা।

ছবিতে নবদম্পতিকে সাবেকি পোশাকে দেখা গেছে। প্রতিটি ছবিতেই তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক ও ভালোবাসার ছোঁয়া।

২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশ নেওয়ার পরই জনপ্রিয়তা পেতে থাকেন দর্শন রাভাল। এরপর বলিউডে ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘মিত্রন’, ‘এক লড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’সহ অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বনানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেললাইনে আজ বৃহস্পতিবার দুপুরে ট্রেনের ধাক্কায় আবদুল হান্নান শেখ নামের একজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে এক পথচারী রেললাইন থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল হান্নান একজন সাইনবোর্ড ব্যবসায়ী ছিলেন। তাঁর বয়স ছিল ৫৩ বছর।

হাসপাতালে নিয়ে আসা পথচারী সানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে ২টার দিকে হান্নান শেখ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে পড়ে ছিলেন। তাঁকে এ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালে ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন হান্নানের ছোট ভাই তরিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে তাঁর মুঠোফোন নম্বরে কল করে ভাইয়ের আহত হওয়ার খবর জানানো হয়। হাসপাতালে এসে তিনি ভাইকে মৃত অবস্থায় দেখতে পান।

হান্নান সপরিবার গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার আতাইকুলার পদ্মাবিলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্রের কাছে ২৯ মাদক কারবারিকে তুলে দিল মেক্সিকো
  • হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ‘শুটিংয়ের দৃশ্য’
  • জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন
  • সাইকো কিলার মিষ্টি জান্নাত!
  • বরেণ্য অভিনেতা উত্তম মারা গেছেন
  • অবৈধভাবে কিডনি বিক্রি, মিয়ানমারের দুই নাগরিক জানালেন তাঁদের অভিজ্ঞতা
  • ‘লেখক ছাড়া অন্য পেশার মানুষের সঙ্গ বেশি পছন্দ করি’
  • ভৈরব নদের স্রোতে ভেসে এল বস্তাবন্দী লাশ
  • বনানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত
  • নবদম্পতিরা চারপাশের লোকের কথায় এই ৫ ফাঁদে পা দেবেন না