‘ঘরের ছেলে বনাম ঘরের দলের’ লড়াইয়ে ফিরল বিপিএল
Published: 19th, January 2025 GMT
একদিনের বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা আবার শুরু হলো আজ রোববার (১৯ জানুয়ারি, ২০২৫)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।
দুই দলের এবারের বিপিএলে এটাই মুখোমুখি প্রথম লড়াই। ফরচুন বরিশাল টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। দুপুর দেড়টায় মাঠে নেমেছে দুই দল।
চিটাগং কিংস স্বাগতিক হিসেবে এই ম্যাচে অংশ নিচ্ছে। তবে বিপক্ষ দলে ঘরের ছেলে তামিম ইকবাল থাকায় লড়াইটা জমে উঠেছে বেশ। গ্যালারিতে চিটাগংয়ের জার্সির সমারোহ। আবার তামিমের জন্যও গলা ফাঁটাতে এসেছেন সমর্থকরা। ফলে বরিশাল ও চিটাগংয়ের লড়াইয়ে আলাদা উন্মাদনা ছড়াচ্ছে।
আরো পড়ুন:
‘দুই ট্রফি’ নিয়ে রংপুর মাতাতে আসছে রাইডার্স শিবির
রিশাদকে বিগ ব্যাশ-পিএসএল খেলার সুযোগ দিতে বললেন মালান
পয়েন্ট টেবিলে দুইয়ে ও তিনে দুই দলের অবস্থান। বরিশাল ছয় ম্যাচে চারটিতে জিতে রয়েছে দুই নম্বরে। সমান ম্যাচে সমান জয় নিয়ে চিটাগং তিন নম্বরে। রান রেট কেবল পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের। বরিশালের রান রেট ১.
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সৈয়দ খালেদ আহমেদ। মায়ের মৃত্যুর কারণে শেষ ম্যাচে ছিলেন না তিনি। বরিশাল এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে। নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়া হয়নি। তার জায়গায় এসেছেন রিশাদ হোসেন।
ফরচুন বরিশাল:
তামিম ইকবাল, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিপন মণ্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও জাহানদাদ খান।
চিটাগং কিংস:
মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল দ ই দল
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রায়হান নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রায়হান নগরীর কলেজ রোড একাডেমী এলাকার শাহপরান ও শারমিন আক্তারের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল টাউন হলে ঈদগাহ মাঠের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ময়মনসিংহ ইউনিটের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্র জানায়, সকাল ১ টায় নিহত রায়হান ও তার বন্ধুরা মিলে আঞ্জুমান ঈদগাহ মাঠে খেলতে গিয়েছিল। খেলা শেষে সবাই পুকুরে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা গিয়ে বিকেলে পরিবারের কাছে খবর দেয়।
পরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। রাত ৮টার দিকে রায়হানকে ডুবুরি দল উদ্ধার করে।
স্টেশন অফিসার জুলহাস উদ্দিন সমকালকে জানান, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে এমন ঘটনা ঘটেছে।