ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গত ১১ জানুয়ারি শুরু হয়েছিল উৎসবের ২৩তম আসর। চলচ্চিত্র উৎসব ঘিরে ছিল চলচ্চিত্রপ্রেমীর ভিড়। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আজ সন্ধ্যায় উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘বলি’। বাংলাদেশের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইকবাল চৌধুরী। শেষে সাত ক্যাটেগরিতে সাতটি চলচ্চিত্র পাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার। 

জাতীয় জাদুঘর [সুফিয়া কামাল অডিটোরিয়াম] 

দুপুর ১টায় থাকছে চলচ্চিত্র ‘গডস্পিড’। চীনা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জিয়াওজিঙ্ক ই। বিকেল ৩টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’। আফগানিস্তানের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কাজিম আজরান। এরপর থাকছে অ্যাস ইফ ইট কুড [বেলজিয়াম], হার স্টোরি [আর্মেনিয়া], বটলস [মরক্কো], আ বার্ড ফ্লিউ [কলম্বিয়া] ক্লার্ক [ভারত] চলচ্চিত্রের প্রদর্শনী।বিকেল ৫টায় প্রদর্শিত রাশিয়ান চলচ্চিত্র ‘এঞ্জেলস ডোন্ট বাজ’। এটি পরিচালনা করেছেন আলেক্সান্ডার সেলিবার্স্তভ। 
সন্ধ্যা ৭টায় থাকছে কোরিয়ান চলচ্চিত্র ‘আইলস অব স্নেকস’। এটি পরিচালনা করেছেন ইউ-মিন কিম

শিল্পকলা একাডেমি [জাতীয় চিত্রশালা অডিটোরিয়াম]

দুপুর ১টায় দেখানো হবে চলচ্চিত্র ‘দ্য মিডসামার’স ভয়েস’। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জুডি জ্যাঙ্ক। বিকেল ৩টা ৩০ মিনিটে হবে ‘কিউর সানা’ চলচ্চিত্রের প্রদর্শনী। স্পেনের এ সিনেমাটি পরিচালনা করেছেন লুইস গোমেরো। এরপর হবে ‘দ্য এম্পায়ার অব নয়েজ’ [মেক্সিকো], ‘ডন গোয়ো’ [ইকুয়েডর] চলচ্চিত্রের প্রদর্শনী। 
বিকেল ৫টা ৩০ মিনিটে থাকছে ‘নো ল্যান্ডস’, ‘রাজিয়া’, ‘গ্রোন উইথ দ্য ফ্লো’, ‘আ লেজি নুন’, ‘এম’আদার’, ‘পৈতৃক ভিটা’ চলচ্চিত্রের প্রদর্শনী।  

নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম

বিকেল ৩টায় দেখানো হবে চলচ্চিত্র ‘নীল পদ্ম’। বাংলাদেশের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তৌফিক এলাহী। বিকেল ৫টায় থাকছে চলচ্চিত্র ‘পদাতিক’। ভারতের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উৎসব র কর ছ ন

এছাড়াও পড়ুন:

আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগের রাজনীতি করব না: কাঠগড়ায় কামাল মজুমদার

কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম।’

আজ সোমবার সকাল ১০টার দিকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

এদিন আদালতে তোলার পর কাঠগড়ায় রাখা হয় তাকে। এরপর সকাল ১০টা ৭ মিনিটে বিচারক এজলাসে আসেন। এরপর বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি ন্যায় বিচার চাই।’

তিনি বলেন, ‘আমার ৭৬ বয়স, আমি ডায়াবেটিসের রোগী। চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আপনার (বিচারক) কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময়। কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কুরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না। আমাকে ডিজিটাল কুরআন, ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক।’

এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও অপর সাবেক আইজিপি এ. কে. এম শহিদুল হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক।’ এরপর তাকেসহ অন্যান্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানা প্রবেশ করানো হয়।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে বারেটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষ শূন্য থেকে আসে, আবার শূন্যে ভেসে যায়
  • ধর্ষণচেষ্টার ঘটনায় সালিস বসালেন বিএনপি নেতা
  • মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু
  • মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগ করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’
  • আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগের রাজনীতি করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • সেরা সিনেমা ‘আনোরা’
  • টিএসসিতে সংগীত উৎসব
  • রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল
  • মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’