তলানির দলের কাছে পয়েন্ট হারালো বার্সা
Published: 19th, January 2025 GMT
স্প্যানিশ লা লিগাও আরও একটি ম্যাচে জয়বঞ্চিত থাকলো বার্সেলোনা। শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে তারা ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল গেটাফের সঙ্গে। এ নিয়ে লা লিগায় টানা চার ম্যাচে জয়বঞ্চিত থাকলো কাতালানরা।
এই ড্রয়ে ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।
গেটাফের মাঠে ম্যাচের নবম মিনিটেই অবশ্য লিড নিয়েছিল বার্সা। এ সময় পেদ্রির বাড়িয়ে দেওয়া বল পেয়ে জুলেস কুন্দে গেটাফের গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে বল জালে জড়ান। অবশ্য প্রথমার্ধেই সমতা ফেরায় গেটাফে। বার্সেলোনার ওপর চাপ প্রয়োগ করে খেলে ম্যাচের ৩৪ মিনিটে মাউরো আরামবারি গোল করলে সমতায় ফেরে গেটাফে।
আরো পড়ুন:
দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেলে দুইয়ে রিয়াল
১৮ বছর পর বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে অ্যাটলেটিকো
বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। দুর্ভাগ্য বলতে হবে বার্সার। তারা ৭৭.
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে রিয়াল-ম্যানসিটি মুখোমুখি
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খারাপ সময় যেন শেষই হচ্ছে না। নতুন ফরম্যাটের গ্রুপ পর্বে খারাপ সময় পার করেছে দু’দলই। ম্যানসিটি গ্রুপের শেষ ম্যাচে জিতে প্লে অফ নিশ্চিত করেছে।
রিয়াল মাদ্রিদের প্লে অফে উঠতে খুব বেশি দুর্ভোগ পোহাতে হয়নি। তবে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি কার্লো আনচেলত্তির দল।
সেরা আটে থাকতে না পারার শাস্তিই যেন পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেরা ষোলোয় যাওয়ার লড়াইয়ে প্লে অফ খেলতে হবে রিয়ালের। ওই লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগ মাঠে গড়াবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্লে অফের দ্বিতীয় লেগ। শেষ ষোলোর লড়াই ৪ ও ৫ মার্চ এবং ১১ ও ১২ মার্চ মাঠে গড়াবে।
কোয়ার্টার ফাইনাল হবে ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ হবে ১৫ ও ১৬ এপ্রিল। এছাড়া ২৯ ও ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ এবং ৬ ও ৭ মে দ্বিতীয় লেগ মাঠে গড়াবে। ৩১ মে হবে ফাইনাল।